রাউজান প্রতিনিধি: রাউজান মোহাম্মদপুর নূর মঞ্জিলে ঈদে মিলাদুন্নবী ও ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে আজিমুশান সুন্নী সম্মেলন সংগঠনের চেয়ারম্যান মাওলানা নিজাম উদ্দিন আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান উদ্বোধক ছিলেন রাউজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু। প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের মুখপাত্র এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার। প্রধান বক্তা ছিলেন রাবেত্বায়ে উলামায়ে আহলে সুন্নাতের চেয়ারম্যান মাওলানা সেকান্দর হোসাইন আলকাদেরী। বিশেষ বক্তা ছিলেন রাউজান এ কে এম ফজলুল কবির চৌধুরী জামে মসজিদের খতিব মাওলানা সাইফুল ইসলাম নেজামী আলকাদেরী। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সংগঠক আহসান হাবিব চৌধুরী হাসান, মাওলানা আহমদ রেজা, মাওলানা সৈয়দ জুননুরাইন, খোন্দকার নিজাম উদ্দিন, মাওলানা মুহাম্মদ গাজী ফোরকান, মাওলানা সিরাজুল ইসলাম রেজভী, মাওলানা নাছির উদ্দিন, মাওলানা হাসান মুরাদ, শায়ের মাওলানা আবু বকর, শায়ের তৌসিফ রেজা।
সুন্নী সম্মেলনে গাউসিয়া কমিটি বাংলাদেশকে মানবতার স্বাক্ষর রাখায় এবং খোন্দকার মুহাম্মদ আলী মাস্টারকে মরণোত্তর সংবর্ধনা দেওয়া হয়।
Leave a Reply