বিশ্বকাপের ফেবারিটের তালিকায় যেন ‘শনির দৃষ্টি’ লেগেছে। আর্জেন্টিনা, জার্মানি অপ্রত্যাশিত হারের স্বাদ পেয়েছে। ডেনিসরা এখনও স্বরূপে ফেরেনি। কানাডার বিপক্ষে জিতলেও ফেবারিট তকমা নিয়ে কাতারে পা দেওয়া বেলজিয়াম সেরা দল ছিল না। এবার মরক্কোর বিপক্ষে ২-০ গোলে হারল বেলজিয়াম।
আল থুমামা স্টেডিয়ামে রোববার ম্যাচের প্রথমার্ধে গোল করতে পারেনি কোন দল। মরক্কো অবশ্য প্রথমার্ধে গোল করে উদযাপন শুরু করেছিল। কিন্তু নেদারল্যান্ডসকে না করে মরক্কোয় খেলার সিদ্ধান্ত নেওয়া হাকিম জায়েখের ফ্রি কিক থেকে করা গোল অফসাইডের ফাঁদে বাতিল হয়ে যায়। তার নেওয়া শটে থিবো কর্তোয়া বোকা বনলেও অফসাইড থেকে হেডে গোল করার চেষ্টা করায় গোলটি বাতিল হয়।
কাউন্টার অ্যাটাকে খেলা মরক্কো দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটে প্রথম গোলের দেখা পায়। গোলের লক্ষ্যে দ্বিতীয় শট নিয়ে প্রথম গোলের দেখা পায় ফ্রান্সের প্রতিবেশি দেশটি। জালে বল জড়িয়ে দেন ইতালির ক্লাব সাম্পাদোরিয়ায় খেলা মিডফিল্ডার আব্দেলহামিদ সাবেরি। তার গোলটি চলতি আসরে ফ্রি কিক থেকে সরাসরি করা প্রথম গোল।
এরপর যোগ করা সময়ে দ্বিতীয় গোল করে মরক্কো। ১৯৯৮ বিশ্বকাপের পর বিশ্বকাপে দেশকে প্রথম জয়ের উল্লাসে ভাসান আবুখালাল। তার গোলটি আসে দারুণ এক কাউন্টার অ্যাটাক থেকে। ম্যাচে ৩৩ শতাংশ বল পায়ে নিয়েও গোলে ও লক্ষ্যভ্রষ্ট শট নেওয়ার বিচারে সেরা দল হিসেবেই জিতেছে মরক্কো। কেভিন ডি ব্রুইনারা ৬৬ শতাংশ বল পায়ে রেখে গোলে মাত্র তিনটি শট নিতে পারে। যা মুনির মোহামেদি ফিরিয়ে দেন। অন্যদিকে মরক্কো লক্ষ্যে চারটি ও বাইরে শট নিয়েছে ছয়টি।
কানাডার বিপক্ষে একটি পেনাল্টিসহ ১৫টি গোলে আসা শট ফিরিয়ে দলকে ১-০ গোলে জিতিয়েছিলেন বেলজিয়ামের গোলরক্ষক কুর্তোয়া। এবার মরক্কোর বিপক্ষে হারায় রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালে খেলা দলটির গ্রুপ পর্বে বিদায়ের শঙ্কা তৈরি হয়েছে। শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়ের চ্যালেঞ্জ নিয়ে নামতে হবে বেলিসদের। অন্যদিকে মরক্কো প্রথম ম্যাচে ক্রোয়াটদের আটকে দিয়েছিল। কানাডার বিপক্ষে শেষ ম্যাচে এই ধারা ধরে রাখতে পারলেই নকআউটে চলে যাবেন আশরাফ হাকিমি-সাবেরিরা।
Leave a Reply