বোয়ালখালীতে গরু লুটের প্রতিবাদে মানববন্ধন

বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে গরু লুটের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দাশের দিঘির পাড়ে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি বোয়ালখালী শাখা।

সম্প্রতি একের পর এক গরু লুটের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মানববন্ধনে বক্তারা প্রশাসনের কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

সংগঠনের সভাপতি শ্যামল বাবুর সভাপতিত্বে শিক্ষকনেতা আমির হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি উপজেলা শাখার সাধারণ সম্পাদক সেহাব উদ্দিন, ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মেম্বার, দাশের দিঘির পাড় ব্যবসায়ী সমিতির সভাপতি জয়নাল ফারুক মোর্শেদ, সোপান খেলাঘরের সাধারণ সম্পাদক সুদর্শন দাশ, কৃষকনেতা রফিক ভান্ডারী,শিক্ষক মফিজুর রহমান, যুবনেতা সাজ্জাদ হোসেন, ইকবাল হোসেন, ছাত্রনেতা রুপন দাশ, আবুল কাশেম বুলবুল, কৃষকনেতা নুরুল ইসলাম ও শ্রমিকনেতা অসিম শীল।

এ ব্যাপারে বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো.মহিউদ্দিন সুমন বলেন, চোরাই গরু উদ্ধারে পুলিশ জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে। তিনি এ বিষয়ে সকলকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *