জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন সীতাকুণ্ডের ইউএনও মোঃ শাহাদাত হোসেন

সীতাকুণ্ড প্রতিনিধি: জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২২ পেয়েছেন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে তাকে পুরস্কৃত করা হয়েছে।

নিজ কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সহিত কাজ করার স্বীকৃতি হিসাবে জাতীয় শুদ্ধাচার পুরস্কার হিসেবে ইউএনও মোঃ শাহাদাত হোসেন এর হাতে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ তুলে দেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। সরকারি দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে তাকে জাতীয় শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয়।

উল্লেখ্য, ইউএনও হিসেবে যোগদানের পর সততা ও কর্তব্যনিষ্ঠার সঙ্গে উপজেলার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করেছেন মোঃ শাহাদাত হোসেন।

তিনি বলেন, এ পুরস্কার অর্জন আমার কাজের গতি সঞ্চার করবে। আমি কাজ করতে পছন্দ করি। কারও উপকার করতে পারলে তৃপ্তি পাই। মানুষ ও দেশের জন্য আজীবন কাজ করে যেতে চাই।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *