বলিউড বাদশাহ শাহরুখ খানের মক্কা পরিদর্শন এবং ওমরাহ পালন করেছেন। কিং খানের নতুন সিনেমা ‘ডানকি’। এই সিনেমার শুটিং শেষ করেছেন সৌদি আরবে। তাই শুটিং শেষে তার মক্কায় ওমরাহ পালন। শাহরুখ টুইটারে সৌদি আরবে শুটিং শেষ করার ঘোষণা দেওয়ার এক দিন পর এই খবর আসে।
এক ভিডিওতে তিনি সিনেমার কলাকুশলীদের ধন্যবাদ জানান। খবর এনডিটিভির। শাহরুখ খানের ওমরাহ পালনের বেশ কিছু ছবি ও ভিডিও অনলাইনে প্রকাশিত হয়েছে। ছবিতে শাহরুখ খানকে রিদা ও ইজার পরা অবস্থায় দেখা যাচ্ছে। তার মুখ মাস্ক দিয়ে ঢাকা ছিল। তার সাথে আরো কিছু লোক ছিল যারা তার নিরাপত্তা কর্মী বলে ধারণা করা হচ্ছে।
দিলীপ কুমার থেকে আমির খান সহ বেশ কিছু বলিউড তারকা অতীতে হজ ও ওমরাহ পালন করেছেন। শাহরুখ এর আগে টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি তীর্থযাত্রায় যাননি।
তিনি বলেন, ‘হজ অবশ্যই আমার এজেন্ডায় রয়েছে। আমি আমার ছেলে আরিয়ান ও মেয়ে সুহানাকে নিয়ে সেখানে যেতে চাই। তবে মক্কায় শাহরুখের ছেলে-মেয়ে আছেন কিনা তা এখনও জানা যায়নি।
২৪ঘণ্টা/জেআর
Leave a Reply