আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন উপলক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ চার নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য জিয়াউদ্দিন আহমেদ সিপু গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে আমন্ত্রণ পত্র পৌঁছে দেন।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-তথ্য ও গবেষণা সম্পাদক রিয়াজ উদ্দিন নসু এ কার্ড গ্রহণ করেন।
জিয়াউদ্দিন আহমেদ সিপু জানান, আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন উপলক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ ও মির্জা আব্বাসের নামে আলাদা চারটি কার্ড দিয়ে আমন্ত্রণ জানানো হয়েছে।
এ সময়ে আওয়ামী লীগের অভ্যর্থনা উপ-কমিটির সদস্য রাশেদুল বাসার ডলার ও আলমগীর হাসান উপস্থিত ছিলেন।
এছাড়াও জাতীয় পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বিকল্প ধারা বাংলাদেশ, গণফোরাম, জাতীয় গণতান্ত্রিক লীগ, জাতীয় পার্টি (জেপি), সাম্যবাদী দলসহ মুক্তিযুদ্ধের পক্ষের সকল দলকে সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগের দুই দিনব্যাপী ২১তম জাতীয় সম্মেলন আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হবে। শুক্রবার বিকেল ৩টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের অনুষ্ঠানিক উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Leave a Reply