সীতাকুণ্ড প্রতিনিধি: যথাযথ মর্যাদায় সীতাকুণ্ডে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। ১৬ ডিসেম্বর (শুক্রবার) সকাল ৬ টায় উপজেলা চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
সকালে স্থানীয় সংসদ সদস্য দিদারুল আলম শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করেন। এছাড়া উপজেলা প্রসাশন, মডেল থানা, ফায়ার সার্ভিস, উপজেলা আ লীগ, সীতাকুণ্ড প্রেসক্লাব, বিএনপির, যুবদলসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জানান।
অপরদিকে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যেগে মুক্তিযুদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী, মডেল থানার ওসি তোফায়েল আহমেদ, স্বাস্থ্য কর্মকর্তা ডা নুরউদ্দিন রাশেদ, মুক্তিযুদ্ধা এড.ফখরুদ্দিন চৌধুরী, মানিক লাল বড়ুয়া, সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নায়েক সফিউল আলমসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
Leave a Reply