সনজয় সেন,পটিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়া উপজেলার মুজাফরাবাদ ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুকান্ত চৌধুরীর বাড়িতে আগুন লেগে ১টি পাকা ২টি দোতলা মাটির ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।
আগুনে সুকান্ত চৌধুরী, সুধীর রঞ্জন চৌধুরি ও মৃনাল চৌধুরির ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
পটিয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার সৌমেন বড়ুয়া ২৪ ঘন্টা ডট নিউজকে জানান,আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ৫ লাখ টাকা ছাড়িয়ে যেতে পারে।
অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করেছেন পটিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল হাসান। তিনি অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি পর্যবেক্ষন করে ক্ষতিগ্রস্তদের সান্তনা দেন এবং সরকারি ভাবে সাহায্য সহযোগীতার আশ্বাস দেন।
Leave a Reply