সীতাকুণ্ডে মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার চৌধুরীর স্ত্রী’র ইন্তেকাল

সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ী ইউনিয়নের বার আউলিয়া (ফুলতলা) নিবাসী বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল জব্বার চৌধুরীর স্ত্রী ও ঢাকার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিম চৌধুরী ও সোনাইছড়ী ইউপি সদস্য নজরুল করিম চৌধুরীর মা (রত্নাগর্ভা মা) নাদেরা বেগম (৭৫) গত শুক্রবার সন্ধ্যা ৭.১০ মিনিটে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না . . .রাজেউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৫ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান। গতকাল ১৭ ডিসেম্বর শনিবার মরহুমার নামাজে জানাজা শেষে বার আউলিয়া কবরস্থানে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক সৈয়দ মো. ফোরকান আবু গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

২৪ঘণ্টা/জেআর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *