চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে এসএসসি /দাখিল ও কারিগরী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেলে আনোয়ারা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জুবায়ের আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।
উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম প্রমুখ।
সম্মাননা অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীয় শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হওয়ায় খাসকামা বালিকা উচ্চ বিদ্যালয় ও সিইউএফএল উচ্চ বিদ্যালয়কে ক্রেস প্রদান। দাখিল পরীক্ষায় বারখাইম জুমহুরিয়া আলিম মাদ্রাসা ও এসএসসি পরীক্ষায় আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়কে সর্বোচ্চ জিপিএ-৫ পাওয়ায় সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও আনোয়ারা উপজেলায় এসএসসি/দাখিল ও কারিগরী পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ায় ৪৫০ জন শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
শেষে মহান বিজয় কনসার্ট ২০২২ উপলক্ষে কণ্ঠশিল্পী লিজা, শিরোনামহীন, আর্টসেল এবং এভোয়েডরাফা গান করেন।
২৪ঘণ্টা/জেআর
Leave a Reply