বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম আর নেই

বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.নুরুল আলম (৭০) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেল পৌণে ৪টার সময় নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তিনি শ্বাসকষ্ট জনিত রোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন। তাঁর উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবার রাতে তাঁর অবস্থার আরো অবনতি ঘটেছে জানায় চিকিৎসকরা। তাঁর পরিবারের সম্মতিতে মঙ্গলবার সকালে লাইফ সাপোর্ট এ্যাম্বুলেন্স যোগে ঢাকা থেকে চট্টগ্রামের নিজ বাড়িতে নিয়ে আসা হয়।

সদালাপী প্রবীণ রাজনীতিবিদ মো. নুরুল আলম বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের মরহুম হাজী ছবুর আহম্মদের ছেলে। তিনি মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়ে, দুই ছেলে আত্মীয় স্বজনসহ অনেকগুণগ্রাহী রেখে গেছেন।
ছাত্রজীবন থেকে আওয়ামী রাজনীতিতে জড়িত ছিলেন নুরুল আলম। তিনি ১৯৯৮ সালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ২০১৯ সালের ২৪ মার্চ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *