খাতুনগঞ্জে এক ঘন্টায় পেঁয়াজের দাম কমলো ২০ টাকা

.jpg

ভারতের বিভিন্ন রাজ্যে টানা বর্ষণে সৃষ্ট বন্যার কারণে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেন ভারত। এ সুযোগ কাজে লাগিয়ে গুদামে প্রচুর পরিমাণ পেঁয়াজ মজুদ থাকা স্বর্ত্তেও পেয়াঁজের দাম বাড়িয়ে দেন পাইকাররা। অতিরিক্ত মুনাফা লাভের আশায় উৎসবে মেতেছে খুচরা ব্যাবসায়িরাও।

পেয়াঁজের দর অস্বাভিক বৃদ্ধিতে বাজার মনিটরিংয়ে নেমেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার সকালে দেশের বৃহত্তম পাইকারী বাজার খাতুনগঞ্জ ও অন্যতম বৃহৎ পাইকারি কাঁচা বাজার রেয়াজুদ্দিন বাজারে চলে এ মনিটরিং।

এসব অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম ও নিবার্হী ম্যাজিস্ট্রেট কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম।

অভিযানের এক ঘন্টা আগে একাধিক আড়তে পেঁয়াজের মূল্য তালিকা ৭৫ থেকে ৮০ টাকা টাঙ্গানো হলেও অভিযানের খবর পেয়ে এক ঘন্টার মধ্যেই মূল্য তালিকায় দাম লেখা হয় কেজিতে ৬০ টাকা।

অভিযানের সময় বাজারের বৃহৎ পাইকারী প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন নথিপত্র বিশ্লেষন করে দেখা যায়, গত ১১ সেপ্টেম্বর যে পেঁয়াজের দর মাত্র ৪২ টাকা ছিলো একই পেঁয়াজের গতকাল পর্যন্ত পাইকারী দর উঠেছে ৯০ টাকা।

গত ২০ দিনে দফায় দফায় বেড়েছে পেঁয়াজের দাম। ভ্রাম্যমান আদালতের পর্যালোচনায় নথিপত্রে উল্লেখ থাকা মিয়ানমারসহ বিভিন্ন দেশ থেকে আসা পেঁয়াজ যে দামে তারা পেঁয়াজ ক্রয় করেছে তার দ্বিগুন দামে বিক্রি করা হয়েছে।

খাতুনগঞ্জের পাইকারী পেঁয়াজের আড়ৎ মেসার্স অছিউদ্দিন ট্রেডার্স, মেসার্স আবদুল আউয়াল ট্রেডার্স, শাহজালাল ট্রেডার্স, বাগদাদী করপোরেশন, এসএন ট্রেডার্স ও খাজা ট্রেডার্সসহ অধিকাংশ আড়তেই একই অবস্থা।

তবে অভিযানের প্রথমদিনে দাম বৃদ্ধির বিষয়ে সত্যতা মিললেও কাউকে জরিমানা করেনি নির্বাহী ম্যাজিস্ট্রেটদ্বয়। ক্রয়মূল্যের সাথে পরিবহন ও অন্যান্য খরচ মিলিয়ে স্বাভাবিক দামে পেঁয়াজ বিক্রি করার জন্য আড়তদারদের কাছ থেকে মুচলেখা নিয়ে প্রত্যেককে সতর্ক করে দেয়া হয়। তাছাড়া একটি আড়তে মূল্য তালিকা না টাঙ্গানোর অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করে ম্যাজিস্ট্রেট।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, পেঁয়াজের দাম অস্বাভিকভাবে বৃদ্ধির কারণ অনুসন্ধানে আজ মঙ্গলবার সকাল ১১ টা থেকে খাতুনগঞ্জ ও রেয়াজউদ্দিন বাজারের পেঁয়াজের বৃহৎ আড়তগুলোর মনিটরিং করা হয়।

তিনি বলেন, অভিযানে গিয়ে দেখা যায়, এক ঘন্টা আগে যেসব আড়তে পেঁয়াজের দর টাঙ্গানো ছিলো ৭৫ থেকে ৮০ টাকা। অভিযানের খবরে এক ঘন্টার মধ্যে তা বদলে লেখা হয় ৬০ টাকায়। একই ঘটনা বিভিন্ন আড়তে। পরে এসব আড়তের নথিপত্র দেখে কমদামে পেঁয়াজ আমদানি করেও বেশি দামে বিক্রি করার সত্যতাও মেলে।

তবে প্রথমদিনের অভিযান হিসেবে বাজারের আড়তদার সমিতির নেতৃবৃন্দদের উপস্থিতিতে গত ২৯ তারিখের আগে থেকে পেঁয়াজের যে বাজার মূল্য ছিলো সে অবস্থায় বাজার দর ফিরিয়ে আনার জন্য এবং পেঁয়াজের দাম স্বাভাবিক রাখার ‘অঙ্গীকার’ নেওয়া হয় আড়তদারদের কাছ থেকে।

তিনি বলেন এম এন ট্রেডার্স নামে একটি আড়তাকে মূল্য তালিকা না টাঙ্গানোর অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম পেঁয়াজের দর বৃদ্ধির জন্য আমদানিকারকদেরকেই দুষছেন। তিনি বলেন, প্রায় ২ শতাধিক পাইকারী পেঁয়াজের আড়ৎ রয়েছে খাতুনগঞ্জ বাজারে। তবে আমদানিকারক আছে মাত্র ১০ জন।

যারা মিয়ানমার ও ভারতসহ বিভিন্ন দেশ থেকে এবং দেশের বিভিন্ন অঞ্চল হতে পেঁয়াজ আমদানি করে তা কমিশন ভিত্তিতে খাতুনগঞ্জ আড়তদারদের কাছে বিক্রি করে। এখান থেকে খোলা বাজারে বিক্রির উদ্দ্যেশে পেঁয়াজ ক্রয় করে খুচরা বাজারে বিক্রি করে ব্যবসায়িরা।

হাত বদল হতে হতে পেঁয়াজের দাম দ্বিগুন হয়ে যায় বলে মত প্রকাশ করে তিনি আমদানিকারকদের সাথে জেলা প্রশাসনের কর্মকর্তাদের আলোচনায় বসার অনুরোধ জানান।

চট্টগ্রাম বন্দর ও অন্যান্য পথে আসা পেঁয়াজের চালনগুলো আগামী বৃহস্পতিবারের মধ্যে খালাস হলে পেঁয়াজের দাম কমবে বলে আশা প্রকাশ করেছেন আমদানিকারকরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *