রাজধানীতে নারী সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

রাজধানীর মগবাজারে একটি বাসা থেকে শবনম শারমিন (২৮) নামে এক সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে মরদেহটি উদ্ধার করা হয়। শবনম শারমিন অনলাইন গণমাধ্যম দ্য রিপোর্ট লাইভে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ঝিনাইদহ সদর জেলায়।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফয়সাল আহমেদ বলেন, আমরা বিকেল সাড়ে ৫টায় খবর পেয়ে বড় মগবাজারের ৩০৮ নম্বর বাসার পাঁচতলার একটি রুম থেকে দরজা ভেঙে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে চার থেকে পাঁচদিন আগে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আশপাশের লোকজন দুর্গন্ধ পেলে পুলিশকে খবর দেয়। মরদেহটি পচে গেছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে- স্বামী সাইদুল ইসলামের সঙ্গে গত মার্চ মাসে ওই বাসা ভাড়া নেন শারমিন। এ ঘটনায় স্বামী সাইদুল পলাতক রয়েছেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *