রাজনীতির মাঠে সক্রিয় হয়ে উঠছেন বাংলাদেশি চিত্রনায়িকা মাহিয়া মাহি। সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি।
এবার সংসদ সদস্যে পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন মাহি। ‘চাঁপাইনবাবগঞ্জ ২’ আসনে আসন্ন উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন কিনবেন তিনি।
মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ মাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন মাহি। তিনি জানান, আগামী ২৯ ডিসেম্বর ‘চাঁপাইনবাবগঞ্জ ২’ আসনের মনোনয়ন কিনবেন।
মাহিয়া মাহি বলেন, ‘আমার দাদার বাড়ি চাপাইনবাবগঞ্জ-২ আসনে। সেটি বিএনপি অধ্যুষিত এলাকা। অনেক দিন ধরেই আওয়ামী লীগের নেতৃত্ব আসছে না সেখানে। আমার বিশ্বাস যদি মনোনয়ন পাই, জিতে আসতে পারব।’
তিনি আরও বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী একজন নারী। তিনি সবসময় নারীদের অগ্রাধিকার দেন। সেই আশা থেকেই আমি মনোনয়ন চাইছি।’
Leave a Reply