রাউজানে পুলিশের ভ্যানের সাথে ট্রাকের সংঘর্ষে আহত ৫

চট্টগ্রামের রাউজানে পুলিশের ভ্যানের সাথে ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তিন পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। আজ ২৮ ডিসেম্বর (বুধবার) দুপুর ২টার দিকে রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের ফকির তকিয়া এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, পার্বত্য জেলা রাঙামাটি থেকে পুলিশের একটি ভ্যান (ঢাকা মেট্রো ইউ ১৪-২১২৪) চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক পথে উত্তরা ব্যাটালিয়নে যাওয়ার পথে রাউজানের পিংক সিটি পাশ্ববর্তী ফকিরতকিয়া এলাকায় পৌছলে ইটবোঝাই ট্রাকের (রাঙামাটি ন-০২-০০১০) সাথে সংঘর্ষ হয়। এ সময় পুলিশের সাব ইন্সপেক্টর ফারুক, মান্নান, পুলিশের ভ্যান চালক পুলিশ সদস্য মাসুদ গুরুতর আহত হন। একই সঙ্গে পুলিশের গাড়িতে থাকা মো. শামীম ও একজন ট্রাক শ্রমিক আহত হন। ট্রাক চালক বাবর বড়ুয়া বলেন, আমি ইট নিয়ে একটি মাদরাসায় যাওয়ার পথে পুলিশের একটি দ্রুতগামী ভ্যান জোরে ধাক্কা দেয়। এতে পিংকসিটির দেওয়ালের একটি পিলার ভেঙে গেছে। তিন পুলিশ সদস্যসহ ৫জন আহত হয়েছে। পুলিশ ভ্যান ও ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। রাউজান হাইওয়ে থানার ওসি কামরুল আজাদ বলেন, দূর্ঘটনার সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে ছুটে যান । পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দূর্ঘটনাকবলিত গাড়ি দুটি বর্তমানে ঘটনাস্থলে রয়েছে।

২৪ঘণ্টা.জেআর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *