পাটগ্রাম সীমান্তে বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত

লালমনিরহাটের পাটগ্রামে সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। রোববার (১ জানুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার বুড়িমারী সীমান্তের ৮৪৩ নম্বার মেইন পিলারের কাছে এই ঘটনা ঘটে।

নিহত বিপ্লব মিয়া ওরফে বিপুল (২২) বুড়িমারী সীমান্তের ধবলসুতি গাটিয়ারভিটা গ্রামের রশিদুল ইসলামের ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বুড়িমারী ক্যাম্পের কমান্ডার একরামুল হক জানান, ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংড়াবান্ধা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা গুলি চালালে বিপুল নিহত হন।

তিনি জানান, গুলি করে বাংলাদেশি যুবককে হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।

বিজিবি ও পুলিশ জানায়, গরু আনার জন্য নিহত বিপুলসহ ৮-১০ জন বাংলাদেশিদের একটি দল ভারতের সীমান্তে ঢুকেছিলেন। এসময় টহলরত ভারতীয় বিএসএফ সদস্যরা বাংলাদেশিদের লক্ষ্য করে চার রাউন্ড গুলিবর্ষণ করে। এসময় একটি গুলি বিপুলের বুকে বিদ্ধ হয়ে মাটিতে পড়ে যান। পরে তার সহকর্মীরা গুলিবিদ্ধ বিপুল বাংলাদেশে নিয়ে আসলে তার মৃত্যু হয়।

পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক জানান, পুলিশ সকালে নিহত বিপুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *