আরব আমিরাত প্রতিনিধি: প্রবাসে কাজের একঘেয়েমী দূর করে নিজ এলাকার সকল প্রবাসীদের মাঝে সম্প্রীতির বন্ধন অটুট রাখতে চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার সত্তারকূল হযরত মাওলানা রমজান আলী স্মৃতি সংসদ প্রবাসী শাখার ৫ম বর্ষপূর্তি ও ইংরেজি নববর্ষ উপলক্ষে পূর্ণমিলনী ২০২৩ জমজমাট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২০২৩ সালের প্রথম দিন রবিবার দুবাইয়ের মুশরিফ পার্কে দিনব্যাপি খেলাধুলা, খানাপিনা, আলোচনা, পুরুস্কার বিতরন, রাফেল ড্রসহ নানা আয়োজনে অনুষ্ঠানটি ভরপুর ছিল।
অনুষ্ঠানে আমিরাতের বিভিন্ন প্রান্ত হতে স্মৃতি সংসদের কর্মকর্তা সদস্য এবং আমিরাতে অবস্থানরত একই এলাকার প্রবাসীদের সরব উপস্থিতি মুশরিফ পার্কের এক প্রান্ত যেন মিনি বাংলাদেশের একটি গ্রামে পরিণত হয়।
প্রানবন্ত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমিরাতের আল নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ন,আ, ম বদরুদ্দীন।
সংগঠনের সভাপতি এম আবদুল মান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠান ( আলোচনা, পুরুষ্কার বিতরণ ও রাফেল ড্র পর্ব)পরিচালনা করেন সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ আজম খান ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহাজাহান।
হামীম আবদুল্লাহর কুরআন তেলোওয়াতের পর অনুষ্ঠানে ইসলামী কুইজ পরিচালনা করেন সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ এয়াছিন। অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীরা দৈনন্দিন ইসলামের বিভিন্ন বিষয়ে প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠানের খেলাধুলাসহ অন্যান্য ইভেন্টগুলো পরিচালনা করেন যথাক্রমে মোহাম্মদ নাজিম উদ্দিন, মোহাম্মদ রফিক, সোহেল চৌধুরী, দুলাল চৌধুরী,মোহাম্মদ এরশাদ, মোহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ মোজাম্মেল, মোহাস্মদ আলমগীর, আলিমুজ্জান, মোহাম্মদ জাগের প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য যে, অনুষ্ঠানে রাফেল ড্রয়ের বিজয়ী রিমন ও শামিমা আকতার আল নুর ফাউন্ডেশনর সৌজন্যে ওমরাহ প্যাকেজে ওমরাহ হজ্ব করতে পারবেন।
Leave a Reply