লো স্কোরিং ম্যাচ। জয় পেতে তেমন বেগ পেতে হলো না মাশরাফির সিলেট সিক্সার্সের। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে একপ্রকার উড়িয়ে বিপিএল মিশন শুরু করেছে সিলেট।
শুক্রবার মিরপুরে বিপিএলের উদ্বোধনী ম্যাচে চট্টগ্রামকে ৮ উইকেটে হারিয়েছে সিলেট সিক্সার্স। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ৮৯ রান করে চট্টগ্রাম। জবাবে ৪৫ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় সিলেট।
লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ১২ রানে প্রথম উইকেট হারায় সিলেট। মৃত্যুঞ্জয়ের বলে উসমান খানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার কলিন আকারম্যান। এরপর নাজমুল হোসেন শান্ত ও জাকির হোসেন দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান।
দলীয় ৭৫ রানে বিদায় নেন জাকির। ২১ বলে দুই চার ও এক ছক্কায় ২৭ রান করেন তিনি। জয়ের জন্য বাকি কাজটুকু সারেন শান্ত ও মুশফিক মিলে। ৪১ বলে তিন চার ও এক ছক্কায় ৪৩ রানে অপরাজিত থাকেন শান্ত। ৮ বলে এক চারে ৬ রানে নট আউট মুশফিকুর রহিম।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে চট্টগ্রাম। শুরুটা হয় জাকির হাসানের সরাসরি থ্রো-তে ওপেনার মেহেদি মারুফের রান আউটের মধ্য দিয়ে।
১৪ বলে ১১ রান করা আরেক ওপেনার ডারউইশ রাসুলিকে সাজঘরে ফেরান মোহাম্মদ আমির। দলীয় ২২ রানে চট্টগ্রামের অধিনায়ক শুভাগত হোমকে বিদায় করেন রেজাউর রহমান রাজা।
এরপর ২২ রানের জুটি গড়েন আল আমিন জুনিয়র ও আফিফ হোসেন। আল আমিনকে ফিরিয়ে এই জুটি ভাঙেন ডাচ তারকা কলিন অ্যাকারম্যান।
এরপর রাজা উসমান খান এবং উম্মুক্ত চাদকে বিদায় করলে দলীয় ৬২ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে চট্টগ্রাম। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। শেষ পর্যন্ত ৯ উইকেটে ৮৯ রানে থামে চট্টগ্রামের ইনিংস। সিলেটের রেজাউর রহমান রাজা ১৪ রানে নেন ৪ উইকেট। এ ছাড়া মোহাম্মদ আমির নেন ২ উইকেট।
বুড়ো বয়সেও বল হাতে ঝলক দেখান মাশরাফি। ৪ ওভারে দেন মাত্র ১৮ রান। উইকেট পান একটি। বাকি এক উইকেট নেন কলিন আকারম্যান।
Leave a Reply