প্রেসিডেন্টের ‘মূত্রত্যাগের’ ভিডিও ফাঁস, দক্ষিণ সুদানে ৬ সাংবাদিক গ্রেপ্তার

একটি অনুষ্ঠানে জাতীয় সংগীত বাজার সময় বুকে হাত দিয়ে দাঁড়িয়ে থাকা দক্ষিণ সুদানের প্রেসিডেন্টের প্যান্ট ভিজে যাওয়ার একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর দেশটির ছয় সংবাদিককে গ্রেপ্তার করা হয়।

বিবিসি জানায়, গত ডিসেম্বর মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিওটি ছড়িয়ে পড়ে।

ভিডিও দেখা মনে হচ্ছে, লাঠিভর দিয়ে দাঁড়িয়ে থাকা প্রেসিডেন্ট সালভা কির হয়ত প্রস্রাব ধরে রাখতে পারেননি।

প্রেসিডেন্টের প্যান্টে প্রস্রাব করে দেওয়ার ভিডিও ফাঁস করে দেওয়ার দায়ে গ্রেপ্তার সাংবাদিকদের সবাই সাউথ সুদানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের কর্মী।

এ সপ্তাহে তাদের গ্রেপ্তার করা হয় জানিয়ে তাদের মুক্তি দাবি করেছে দ্য কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।

দক্ষিণ সুদান ইউনিয়ন অব জার্নালিস্টস এর প্রেসিডেন্ট প্যাট্রিক ওয়েট বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘‘কীভাবে প্রেসিডেন্টের প্যান্টে মূত্রত্যাগ করে দেওয়ার ভিডিও ফাঁস হল সেটা হয়তো তারা জানেন- এমন সন্দেহ থেকেই ওই ছয় সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে।”

দ্য সাউথ সুদান ব্রডকাস্টিং কর্পোরেশনের (এসএসবিসি) দাবি, তারা কখনোই ওই ভিডিও সম্প্রচার করেনি।

এদিকে দেশটির তথ্যমন্ত্রী মাইকেল মাকুইভ ভয়েস অব আমেরিকাকে বলেছেন, কেন ওই সাংবাদিকদের আটক করা হয়েছে সেটা জানতে লোকজনের অপেক্ষা করা উচিত।

মানবাধিকার সংগঠনগুলো বারবার দক্ষিণ সুদানে সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং দেশটির প্রশাসনকে ক্রমাগত সাংবাদিকদের হেনেস্তা করা ও হুমকি দেওয়া বন্ধ করার আহ্বান জানিয়েছে।

২০১১ সালে কির আফ্রিকা মহাদেশের একেবারে নতুন দেশ দক্ষিণ সুদানের প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন।

জন্মের পর থেকেই দেশটি অসংখ্য সংকটের সম্মুখীন হচ্ছে। নির্মম সংঘাত, রাজনৈতিক অস্থিরতা, প্রাকৃতিক দুর্যোগ এবং দুর্ভিক্ষ যেন দেশটির পিছু ছাড়ছেই না।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *