রাউজান প্রেসক্লাবের বর্ষপঞ্জির মোড়ক উম্মোচন করলেন ফজলে করিম চৌধুরী এমপি

চট্টগ্রামের রাউজান প্রেস ক্লাবের ২০২৩ সালের বর্ষপঞ্জির মোড়ক উম্মোচন করা হয়। সম্প্রতি রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের গিরিছায়ার হলরুমে প্রেস ক্লাবের এউ বর্ষপঞ্জির মোড়ক উম্মোচন করেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী।

রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি আলমগীর আলী, সাধারণ সম্পাদক জিয়াউল হক চৌধুরী সুমন, চেয়ারম্যান আব্দুল জব্বার সোহেল, রোকন উদ্দিন, কামাল উদ্দিন, তছলিম উদ্দিন, নুরুল আলম। উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মীর আসলাম, এম বেলাল উদ্দিন, প্রদীপ শীল, সিনিয়র সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, সহ সভাপতি শাহেদুর রহমান মোরশেদ, রমজান আলী, জিয়াউর রহমান, সিনিয়র সদস্য জাহাঈীর নেওয়াজ, কামাল উদ্দিন হাবিবী, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আনছারী, দপ্তর সম্পাদক আমির হামজা, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবিদ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক যিশু সেন, মহিলা সম্পাদিকা দিলু বড়ুয়া, সদস্য রায়হান ইসলাম, রতন বড়ুয়া প্রমুখ।

২৪ঘণ্টা.জেআর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *