চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ অভিযানে ৯ বছরের সাজাপ্রাপ্ত একজন, ২ বছর করে সাজাপ্রাপ্ত দুইজন ও পরোয়ানাভূক্ত দুইজন সহ ৫ পরোয়ানাভূক্ত আসামীকে গ্রেফতার করেছে। আজ ১০ জানুয়ারি (মঙ্গলবার সকালে ও গত ৯ জানুয়ারি রাতে)থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, থানা পুলিশের এস আই মো. মমিন হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ৯ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভূক্ত আসামী মো. লেয়াকত আলীকে (৪৬) গ্রেফতার করেন। গ্রেফতারকৃত লেয়াকত চট্টগ্রামের সাতকানিয়া থানার মধ্যম চরতী এলাকার দানু মিয়ার ছেলে। এরপর থানায় কর্মরত পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইয়াসির আরাফাত সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ২ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভূক্ত আসামী সরোয়ার কামালকে(৪৪) গ্রেফতার করেন ও এসআই মো. মাজহারুল ইসলাম সরকার ২ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভূক্ত আসামী নুর কামালকে(৪২) গ্রেফতার করেন। একইদিনে রাতে থানার অফিসারগন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পরোয়ানাভূক্ত আসামী মো. আব্দুল ওয়াজেদ প্রকাশ ওয়াহেদ আলী (৩২) ও বন মামলার পরোয়ানাভূক্ত আসামী মো. মোক্তার হোসেনকে(৩০) গ্রেফতার করেন।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন, গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
২৪ঘণ্টা.জেআর
Leave a Reply