চট্টগ্রামের আনোয়ারা ওষখাইন হযরত আলী রজা প্রকাশ কানু শাহ (র.) পৌষ বিষু ওরশ উপলক্ষে সাংবাদিক সম্মেলনে করেছেন রজায়ী যুব ত্বরিকত কমিটি বাংলাদেশ। গত মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধায় আনোয়ারা সদরে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন শাহজাদা মোহাম্মদ খোরশেদ উল্লাহ রজায়ী।
এসময় বক্তব্য রাখেন কাজী এরশাদ উল্লাহ রজায়ী, শাহজাদা কাজিম উদ্দিন, মৌ. রবিউল হোসাইন রজায়ী, মৌ. নেছার মিয়া, খাইয়ুল বশর ফয়সাল, ইমাম উদ্দিন রজায়ী, ইউপি সদস্য ওয়ারেছ আহমেদ, সাংবাদিক রফিকুল ইসলাম প্রমুখ।
সাংবাদিক সম্মেলনে শাহজাদা মোহাম্মদ খোরশেদ উল্লাহ রজায়ী জানান, আগামী শনি ও রোববার দুইদিন ব্যাপী আঠার শতকের কবি আধ্যত্মিক সাধক হযরত আলী রজা প্রকাশ কানু শাহ্ (র.) বার্ষিক পৌষ বিষু ওরশ মোবারক উপলক্ষে সবধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ওরশে ১ লাখ ভক্তদের আগমন গঠবে বলে আশা করছি। সে লক্ষ্যে প্রশাসনের নিরাপত্তার জোরদারের জন্যও প্রশাসনকে আহ্বান জানানো হয়েছে। ওরশে সকলের প্রতি দাওয়াত রইল।
২৪ঘণ্টা.জেআর
Leave a Reply