সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলার মীরেরহাট বাজারের প্রসিদ্ধ ব্যবসায়ী, উত্তর কেদারখিল জালাল আহমদ ভূঁইয়া বাড়ির আলহাজ্ব জালাল আহমদ (সওঃ) ভূঁইয়ার দ্বিতীয় পুত্র এবং সীতাকুণ্ড প্রেসক্লাবের সদস্য ও দৈনিক দেশরূপান্তর পত্রিকার সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম রুবেল এর পিতা মোঃ নুরুল ইসলাম ভূঁইয়া হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে শুক্রবার রাত সাড়ে ৮টার সময় নগরীর মেডিকেল সেন্টারে ইন্তেকাল করেছেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি দীর্ঘদিন যাবত হৃদরোগে ভুগছিলেন। তিনি চার পুত্র, চার কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শনিবার বাদ জোহর নিজ বাড়িতে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এদিকে সাংবাদিক সাইফুল ইসলাম রুবেলের পিতার মৃত্যুতে তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম, প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, সীতাকুণ্ড প্রেসক্লাব কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান এম, হেদায়েত, সাবেক সভাপতি স.ম ফোরকান আবু, এম, সেকান্দর হোসাইনসহ ক্লাবের সকল সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply