সীতাকুণ্ডে দুই গরু চোরকে গণধোলাই

সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের বাংলাবাজার থেকে বুধবার রাত দুইটার দিকে একটি প্রাইভেটকার চট্টমেট্রো-খ-১১-০০৮০ করে এক দল গরু চোর গরু চুরি করে নিয়ে যাওয়ার সময়। স্থানীয়রা জানতে পেরে তাদেরকে দাওয়া করে দুজনকে একটি গরু ও একটি প্রাইভেটকারসহ ধরে গন পিটানি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। আটককৃত চোরেরা হলেন, পূর্ব মুরাদপুর এলাকার শম্ভু কুমার নাথের ছেলে শাওন দাস (২২) ও উত্তর মুরাদপুর তেলিপাড়ার নুরুল হুদার ছেলে আমির হোসেন(১৯)

২৪ঘণ্টা.জেআর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *