সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশের অভিযানে ২০টি স্বর্ণের বারসহ চোরাচালানকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে সীতাকুণ্ড থানার পুলিশ।
বুধবার দুপুরে উপজেলার পৌরসভার বাস ষ্টেশন এলাকায় মহাসড়কের অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
আসামীরা হলেন ১. বাসু পাল সুমন (৩৫), পিতা-সুনীল পাল,গ্রাম – কৈনপুরা (পাল পাড়া (সুনীল পালের বাড়ি),৮নং চাতরী ইউপি, থানা-আনোয়ারা, জেলা —চট্টগ্রাম,বর্তমান: সাং-০৪নং নজুমিয়া লেইন,পাথর ঘাটা,৮নং ওয়ার্ড,থানা-কোতয়ালী, জেলা-চট্টগ্রাম, ২. রতন পাল (৬০),পিতা-মৃত শশাংক পাল,গ্রাম-পালেগ্রাম(পাল পাড়া)৪নং ওয়ার্ড,কালীপুর ইউপি, থানা- বাঁশখালী। বর্তমান: সাং-০৪নং নজুমিয়া লেইন, পাথর ঘাটা, ৮নং ওয়ার্ড, থানা- কোতয়ালী, জেলা চট্টগ্রাম।
মামলা সূত্রে জানা যায়, এসআই পাপেল রায় সঙ্গীয় ফোর্সসহ দুপুরে সীতাকুণ্ড উপজেলার পৌরসভার বাস ষ্টোশন এলাকায় দুই জন যাত্রী হেটে যাওয়ার সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হইলে দুই আসামীকে আটক করে তাদের দেহ তল্লাশী করে জুতার ভিতর বিশেষ কায়দায় রক্ষিত ২০ টি স্বর্ণের বার জব্দ করা হয়। যাহার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭০ লক্ষ টাকা।
সীতাকুণ্ড থানার ওসিতোফায়েল আহম্মদ জানান, ২০টি স্বর্ণের বারসহ দুই আসামিকে পুলিশ আটক করে থানায় নিয়ে এসে তার বিরুদ্ধে স্বর্ণ চোরাচালানের অভিযোগে মামলা হয়েছে।
Leave a Reply