সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে সাগরে জোয়ারের পানিতে ভেসে আসা এক অজ্ঞাত নারীর (৪৫) লাশ উদ্ধার করেছে নৌ পুলিশের নেতৃত্ব মানবিক সংগঠন গাউছিয়া কমিটি টিম।
শুক্রবার (২০ জানুয়ারী) বিকাল সাড়ে ৫টার সময় উপজেলার কুমিরা ইউনিয়নের কুমিরা-সন্দ্বীপ ফেরিঘাট এলাকার সাগর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নৌ পুলিশ সুত্রে জানা গেছে, কুমিরা ফেরিঘাট ব্রীজের নিচে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে কুমিরা নৌ পুলিশের এসআই মোঃ চাঁন মিয়া বলেন, খবর পেয়ে ব্রীজের শেষ মাথার নিচে জোয়ারের পানিতে এক নারীর ভেসে আসা লাশ গাউছিয়া কমিটির সদস্যদের সহযোগিতায় উদ্ধার করি। বিষয়টা থানায় অবহিত করা হয়েছে। লাশের পরিচয় পাওয়া যায়নি। তবে শরীরের কাপড় দেখে ধারণা করা হচ্ছে মানসিক ভারসাম্যহীন ছিল ওই নারী। সুরতহাল প্রতিবেদন তৈরীর পর লাশটি চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply