আমাদের নতুন সময় মিডিয়া গ্রুপের প্রধান সম্পাদক নাইমুল ইসলাম খানের শুভ জন্মদিন উপলক্ষে আমাদের নতুন সময় চট্টগ্রাম ব্যুরো অফিসে কর্মরত সংবাদকর্মীদের আয়োজনে নগরীর শাহ আমানত (র.) এর মাজার সংলগ্ন তানজিমুল মুসলেমিন এতিমখানা ও হেফজখানায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এতিমখানার ছাত্রদের অংশ গ্রহণে এই মিলাদ মাহফিলে নাইমুল ইসলাম খানের শারীরিক সুস্থতা দীর্ঘ হায়াত কামনাসহ আমাদের নতুন সময় মিডিয়া গ্রুপের সামগ্রিক অগ্রগতি কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। এছাড়াও আমাদের নতুন সময় চট্টগ্রাম ব্যুরো অফিসে কেক কেটে প্রধান সম্পাদক নাইমুল ইসলাম খানের জন্মদিন পালন করা হয়। চট্টগ্রাম ব্যুরো প্রধান কামাল পারভেজ সহ অফিসে কর্মরত সিনিয়র স্টাফ রিপোর্টার অনুজ দেব, মাজহারুল ইসলাম, এম আর আমিন, শেখ দিদারুল ইসলাম, রাজু আহমেদ, দৈনিক সময়ের কাগজের চট্টগ্রাম আঞ্চলিক সম্পাদক সাংবাদিক নুর মোহাম্মদ রানা, দৈনিক সময়ের কাগজের বিশেষ প্রতিনিধি মাকসুদ আহমেদ ও দৈনিক সময়ের কাগজের স্টাফ রিপোর্টার এম জাবেদুর রহমান উপস্থিত ছিলেন।
২৪ঘণ্টা.জেআর
Leave a Reply