সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের মাদামবিবিরহাট এলাকায় স্ত্রীর সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মোহাম্মদ তানজিরুল ইসলাম তামিম (২৬) নামে এক যুবক।
বৃহস্পতিবার রাত ১টার সময় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মাদামবিবিরহাটস্থ নেভি রোডের আমতলার চৌধুরী কলোনিতে এঘটনা ঘটে।
শুক্রবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। তামিম সন্দ্বীপ থানার মাইটভাঙা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পেলিশ্যার বাজারস্থ আব্দুল বাতেনের বাড়ির মো. দেলোয়ার হোসেনের পুত্র।
জানা গেছে, তামিম পেশায় একজন গাড়ি চালকের সহকারী। গত ৬ মাস পুর্বে সে গাইবান্ধার এক মহিলার সাথে ভালোবেসে বিয়ে করে মাদামবিবিরহাট এলাকায় ভাড়া বাসায় বাস করছেন। বৃহস্পতিবার রাতে ভাত খেতে বসে স্ত্রীর সাথে কথা-কাটাকাটির এক পর্যায়ে মনোমালিন্য হলে রান্না ঘরের দরজা বন্ধ করে ঘরের বিমের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে রাত তিনটার দিকে এসআই সামিউলের নেতৃত্ব পুলিশ লাশটি উদ্ধার করে।
সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, মাদামবিবিরহাট এলাকায় একটি ভাড়া বাসা থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে
Leave a Reply