মিরসরাই প্রতিনাধি: বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও ইসলাম বিদ্ধেষী পাঠ্যক্রম প্রণয়নের সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ।
শুক্রবার (২৭ জানুয়ারী) জুমার নামাজের পর মিরসরাই প্রেসক্লাবের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম পশ্চিম জেলা ইসলামি ছাত্র আন্দোলন সভাপতি আহমেদ আল জাবের, এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম পশ্চিম জেলা সভাপতি মনজুর এলাহী, ইসলামি ছাত্র আন্দোলন মিরসরাই থানা শাখার সভাপতি মো: রিয়াজ, সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন প্রমুখ।
মানববন্ধনে ইসলামি আন্দোলনের জেলা উপজেলার বক্তারা জাতীয় পাঠ্যপুস্তকে বিকর্তীত বিষয় সমুহ বাদদিয়ে ৯২ শতাংশ ইসলামিক ভাবধারায় পাঠ্যপুস্তক প্রণয়নের দাবি জানান। সাথে সাথে ইসলমী চিন্তা চেতনা ও মুসলমানদের ইমান ধ্বংসের উদ্দেশ্যে প্রণিত পাঠ্যক্রমের সাথে জড়িতদের শাস্তির আওতায় আনার জোর দাবি করেন। অন্যথায় রাজ পথে আন্দোলনের হুমকি দেন। মানববন্ধনটি শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়।
Leave a Reply