চট্টগ্রাম লোহাগাড়ার আধুনগর বাজার থেকে পাল পাড়া, নুর মুহাম্মদ সিকদার পাড়া, লহিবর পাড়া, কাজির পাড়া, পেঠানের পাড়া, জান মুহাম্মদ সিকদার পাড়া হয়ে হাজি রাস্তা পর্যন্ত সড়কের প্রশস্তকরণ ও উন্নয়ন কাজে প্রতিবন্ধকতার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসীরা।
গত ১ ফেব্রুয়ারি (বুধবার) সকালে আধুনগর বাজার এলাকায় এ প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন এলাকার বাসিন্দা আলহাজ্ব মো. নুরুচ্ছাফা।
সমাবেশে আধুনগর ইউপির চেয়ারম্যান মুুহাম্মদ নাজিম উদ্দিন, স্থানীয় ইউপি সদস্যাবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আধুনগরবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবী পাল পাড়া সড়কের প্রশস্তকরণ ও উন্নয়নের সুবিধার্থে সড়কের সম্মুখে সরকারি খাস জায়গায় অবস্থিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন উপস্থিত শতশত স্থানীয় জনসাধারণ।
২৪ঘণ্টা,জেআর
Leave a Reply