মুক্তিপণ না পেয়ে স্কুলছাত্রকে অপহরণের পর হত্যা

খুলনার ডুমুরিয়া উপজেলায় স্কুলছাত্রকে অপহরণ করে মুক্তিপণ না পেয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১টার দিকে গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচ ছাত্রকে আটক করা হয়েছে, যাদের মধ্যে চারজন একই বিদ্যালয়ের।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া  বলেন, গুটুদিয়া গ্রামের শেখর মন্ডলের ছেলে নিরব মন্ডল বৃহস্পতিবার বিদ্যালয়ে যায়। বিদ্যালয় থেকে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন খোঁজাখুঁজি করে। পরে বিকেল সাড়ে ৪টার দিকে নিরবের বাবার কাছে একটি নম্বর থেকে কল দিয়ে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ওই মোবাইল নম্বরের সূত্র ধরে পুলিশ একজন পরে আরও চারজনকে আটক করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী রাত ১টার দিকে বিদ্যালয়ের অব্যবহৃত একটি কক্ষ থেকে নিরবের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে বলে জানান ওসি।

ওসি আরও বলেন, আটকেরা জানিয়েছে ভারতীয় সিরিয়াল দেখে তারা মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করে। পরিকল্পনা বাস্তবায়নে তারা বিদ্যালয় ছুটির পর নিরবকে ধরে ওই কক্ষে আটকে রাখে। পর তাকে ওষুধ দিয়ে অজ্ঞান করে। একটা পর্যায়ে শ্বাসরোধে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখা হয়। তবে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো মামলা হয়নি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *