বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি আসর বঙ্গবন্ধু বিপিএলের চট্টগ্রাম পর্বের খেলা গতকাল শেষ হয়েছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামের উৎসব শেষে বিপিএল আবারো ফিরছে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। চট্টগ্রাম পর্বে মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। শেষ দিনের প্রথম ম্যাচে সিলেট থান্ডারকে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠেছিল মাশরাফি মর্তুজার ঢাকা প্লাটুন। তবে চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সকে হারিয়ে আন্দ্রে রাসেলের রাজশাহী রয়্যালস উঠে গেছে টেবিলের দ্বিতীয় স্থানে। ফলে তৃতীয় স্থানে নেমে গেছে ঢাকা।
চতুর্থ স্থানে রয়েছে খুলনা টাইগার্স। পঞ্চম স্থানে থাকা কুমিল্লা ওয়ারিয়র্স বর্তমানে কিছুটা ব্যাকফুটেই রয়েছে। পয়েন্ট টেবিলের তলানিতে সিলেট থান্ডার ও রংপুর রেঞ্জার্স। দল দুটি জয়ও পেয়েছে সবচেয়ে কম- একটি করে। যদিও নিজেদের ষষ্ঠ ম্যাচে জয় তুলে নিলে কুমিল্লাকে স্পর্শ করবে রংপুর।
আগামী ২৭ ডিসেম্বর থেকে আবারও ঢাকায় শুরু হবে টুর্নামেন্টের তৃতীয় পর্ব।
একনজরে চট্টগ্রাম পর্ব শেষে বঙ্গবন্ধু বিপিএলের পয়েন্ট টেবিল
জয় পরাজয় পয়েন্ট নেট রান রেট
১. চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৭ ৫ ২ ১০ ০.০২৭
২. রাজশাহী রয়্যালস ৫ ৪ ১ ৮ ১.৩৬১
৩. ঢাকা প্লাটুন ৬ ৪ ২ ৮ ০.২৩৭
৪. খুলনা টাইগার্স ৫ ৩ ২ ৬ ০.৩০৫
৫. কুমিল্লা ওয়ারিয়র্স ৬ ২ ৪ ৪ ০.৪২৬
৬. সিলেট থান্ডার ৬ ১ ৫ ২ -০.৫৫২
৭. রংপুর রেঞ্জার্স ৫ ১ ৪ ২ -১.৭৯৯
Leave a Reply