চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে সিএনজি ও মোটরসাইকেলসহ চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে রাউজান থানা পুলিশের একটি টিম। গত ৫ ফেব্রুয়ারি (রোববার) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের হাফেজ বজলুর রহমান সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় নাম্বার বিহীন বাজাজ মডেলের সিএনজি অটোরিকশা ও হিরো হাঙ্ক মডেলের একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এই চোর চক্র সিন্ডিকেটের সদস্যরা দীর্ঘদিন ধরে উপজেলা ও আশপাশের এলাকা থেকে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশাগুলো বেশী দামে বিক্রি করে আসছিল।
গ্রেফতারকৃতরা হলো-৭ নং রাউজান সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাবু শাহাদাতের পুত্র আবু তৈয়ব প্রকাশ বড় মনা ও ৬ নং বিনাজুরী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বদিউজ্জামাল চৌধুরী বাড়ির সামসুল আলমের পুত্র সরোয়ার আলম নোশান (৩১)। আসামী বড় মনার বিরুদ্ধে রাউজান থানায় সাতটি মামলা রয়েছে।
আজ সোমবার দুপুর বারটার দিকে আসামীদেরকে আদালতে সোপর্দ করা হয় বলে জানান রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় কুমার শীল।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন বলেন, চোরচক্রের সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা রুজু শেষে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। এই চক্রের সাথে জড়িতদেরকে আইনের আওতায় আনা হবে।
২৪ঘণ্টা.জেআর
Leave a Reply