মিরসরাই প্রতিনিধি:মিরসরাইয়ের করেরহাট এলাকায় রাতের আঁধারে মাটি বিক্রির অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন মিরসরাই উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। অভিযানে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি স্কেভেটর বাজেয়াপ্ত করা হয়েছে।
বুধবার (৭ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার করেরহাট ইউনিয়ন এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।
অভিযান প্রসঙ্গে উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাটি কাটার স্থানে রাত ১টায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের খবর পেয়ে মাটি কাটার সাথে সম্পৃক্ত লোকজন পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে একটি স্কেভেটর পাওয়া গেলে সেটির ব্যাটারি জব্দ করা হয়।
তবে স্থানিয়রা জানায় স্কেভেটরের ইঞ্জিন ও জ্বালানি ট্যাঙ্ক এ বালি দেয়া হয়েছে। এতে স্কেবেটরটি বিকল হয়ে যায়।
Leave a Reply