শেখ হাসিনার নেতৃত্বে বদলে গেছে বাংলাদেশ : তথ্যমন্ত্রী

শেখ হাসিনার বাংলাদেশ তথ্যমন্ত্রী

২৪ ঘন্টা ডট নিউজ। রাজীব,চট্টগ্রাম : তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বদলে গেছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ খাদ্য উদ্বৃত্তের দেশ, বাংলাদেশ মধ্যম আয়ের দেশ। আরো খবর : নেতাকর্মীদের বিনয়ী হওয়ার আহবান তথ্যমন্ত্রীর

তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনার নেতৃত্বে অর্থনীতির প্রবৃদ্ধিতেও বাংলাদেশ এখন বিশ্বের অনেক দেশের চাইতে এগিয়ে।স্বাধীনতার পর যে পাকিস্থান বাংলাদেশ রাস্ট্র হিসেবে টিকে থাকা নিয়ে সন্দেহ করতো সেই পাকিস্থানের প্রধানমন্ত্রী ও জনগণ এখন আক্ষেপ করেন। কারণ সমস্ত সূচকে বাংলাদেশ আজকে পাকিস্থানকে অতিক্রম করেছে। আরো খবর : মায়ের মমতায়, বোনের স্নেহে আওয়ামী লীগকে সুসংগঠিত করে শেখ হাসিনা : তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর বুধবার দুপুরে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শুভেচ্ছা জানাতে আসা নেতাকর্মীদের উদ্দ্যেশে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, পাকিস্থানের, বুদ্ধিজীবি ও রাজনীতিবিদরা যখন উন্নত দেশে রুপান্তর করার স্বপ্ন দেখান তখন সে দেশের জনগণ বলেন আমাদেরকে অত স্বপ্ন দেখাবেন না বরং বাংলাদেশ হওয়ার চেষ্টা করেন। এখানেই হচ্ছে বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনার স্বার্থকতা। আরো খবর : খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রিজভীর বক্তব্য তথ্যসন্ত্রাস ছাড়া কিছু নয়-তথ্যমন্ত্রী

এ সময় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ এবং রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এর আগে আওয়ামী লীগের সদ্য নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানাতে সকাল থেকে নগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ এবং অংগ সংগঠনের নের্তৃবৃন্দরা বিমান বন্দরে জড়ো হন। তাদের শুভেচ্ছা অভিনন্দনে শিক্ত হন তথ্যমন্ত্রী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *