সিলেটকে হারিয়ে সবার আগে ফাইনালে কুমিল্লা

ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে বড় লক্ষ্য দাঁড় করাতে পারেনি সিলেট স্ট্রাইকার্স। বোলাররা চেষ্টা করলেও পেরে উঠেননি। তাই শেষ পর্যন্ত হেরে যেতে হয়ে সিলেটকে। তাদের দেওয়া মামুলি লক্ষ্য সহজেই টপকে গেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ২০ বল হাতে রেখে ৪ উইকেটে ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করেছে তারা।

সুনীল নারিন উদ্বোধনীতে নেমে করেছিলেন মারকুটে ব্যাটিং। আর শেষে হাল ধরেছিলেন মোসাদ্দেক হোসেন। তাদের ব্যাটিং অবদানে জয়ের খুব কাছে চলে গিয়েছিল কুমিল্লা। ১৭তম ওভারের ৫ম বলে রুবেলকে ছক্কা মেরে জয় নিশ্চিত আন্দ্রে রাসেল।

তাতে আসরের প্রথম কোয়ালিফাইয়ার ম্যাচে সিলেট হেরেছে কুমিল্লার কাছে। লিগ পর্বে দুই দলের দেখায় শেষ ম্যাচটিও হেরেছিল সিলেট।

আজ টস হেরে প্রথমে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারও খেলতে পারেনি সিলেট। ১৭.১ ওভারে ১২৫ রানে অলআউট হয়ে যায় মাশরাফী বাহিনী। মাত্র ১২৬ রানের লক্ষ্য পেয়ে শুরুতে লিটন দাসের সঙ্গে সুনীল নারিন ভালো জুটি গড়েন। লিটন ধুঁকতে থাকলেও ধুন্ধুমার ব্যাট চালাতে থাকেন নারিন। ১৮ বলে ৪ ছক্কা ও ৩ চারে করেন ৩৯ রান।

তবে নারিনের আগে ১০ বলে ৭ রান করে ফিরে যান লিটন দাস। জনসন চার্লস ও ইমরুল কায়েসও বেশিক্ষণ টিকে থাকেননি। তবে মোসাদ্দেক হোসেন মাটি কামড়ে পড়ে থাকেন। তার সঙ্গে নেমে মঈন আলি ১৩ বলে ২১ রান করে আউট হয়ে যান।

শেষ পর্যন্ত টিকে ছিলেন মোসাদ্দেক হোসেন ও আন্দ্রে রাসেল। মোসাদ্দেক তিন চারে ২৭ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন। অন্যদিকে রাসেল ১০ বলে দুই ছক্কায় ১৫ রান করে অপরাজিত থাকেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *