তুরস্কে ভূমিকম্পের ১৯৮ ঘণ্টা পর তিনজনকে জীবিত উদ্ধার

তুরস্কে ভূমিকম্পের ১৯৮ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে অলৌকিকভাবে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। খবর রয়টার্সের।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি), আদিয়ামান প্রদেশে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে ১৮ বছর বয়সী কিশোর মুহাম্মেদ কাফেরকে। তাকে স্ট্রেচারে শুইয়ে অক্সিজেন মাস্কের পড়িয়ে দেয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি আঙুল নাড়িয়েছিলেন বলে জানিয়েছে সিএনএন।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, উদ্ধার হওয়া বাকি সম্পর্কে আপন ভাই। একজন হচ্ছেন, ১৭ বছর বয়সী মুহাম্মেদ ইনেস ইয়েনিনার। অপরজন তার ভাই, ২১ বছর বয়সী বাকি ইয়েনিনার। এই তিনজনকেই হাসপাতালে নেয়া হয়েছে। তাদের সবশেষ পরিস্থিতি এখনও জানা যায়নি।

উল্লেখ্য, তুরস্ক-সিরিয়া সীমান্তে বেড়েই চলেছে লাশের সংখ্যা। এ পর্যন্ত ৩৭ হাজারের বেশি মরদেহ উদ্ধার হয়েছে। কেবল তুরস্কে ৩২ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে। সাড়ে চার হাজারের ওপর মৃত্যু হয়েছে সিরিয়ায়। এখনও ধ্বংসস্তূপের মাঝে চাপা পড়ে আছে বহু মানুষ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *