সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের মানুষের বিনোদনের তেমন কোন জায়গা নেই, ভাল কোন পার্ক নেই। শুধু ফুল উৎসব নয় মানুষ যেন সারা বছর এই ডিসি পার্কে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। চট্টগ্রাম জেলা প্রশাসককে এমন অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো: রেজাউল করিম চৌধুরী।
বৃহস্পতিবার(১৬ ফেব্রুয়ারী) বিকালে সীতাকুণ্ডের ফৌজদারহাটস্থ ডিসি পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডিসি পার্কে ফুল উৎসবের সপ্তম দিনে বাশখালী শিল্পকলা একাডেমির ৩০জন শিল্পীর পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মো: মোকাম্মেল হোসেন এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের।
পর্যটন সচিব মো: মোকাম্মেল হোসেন বলেন, চট্টগ্রামে এ ধরনের আয়োজন দেখে আমরা অভিভূত। শুধু এই পার্ক নয় সমগ্র চট্টগ্রামকে একটি পর্যটন হাব হিসেবে গড়ে তুলতে সরকারের সকল ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”
চট্টগ্রাম জেলা প্রশাসক বলেন, এই পার্ককে শুধু চট্টগ্রামের নয়, আশেপাশের জেলার সর্বস্তরের মানুষের বিনোদনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য আমরা মাস্টারপ্ল্যান হাতে নিয়েছি। অচিরেই চট্টগ্রামের সকল মানুষের মূল বিনোদন কেন্দ্র হবে এই পার্ক।”
Leave a Reply