শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা সম্পন্ন

লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা

২৪ ঘন্টা ডট নিউজ। ডেস্ক : শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক প্রতিষ্ঠান শহীদ লিয়াকত স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ২১তম শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। দেশের ১২টি জেলায় একযোগে অনুষ্ঠিত এবারের পরীক্ষায় অর্ধ-লক্ষাধীক পরিক্ষার্থী অংশগ্রহণ করেছে। 

১৯৯৮ সালে প্রতিষ্ঠার পর থেকে শহীদ লিয়াকত স্মৃতি সংসদ সমাজ সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। শহীদ লিয়াকত স্মৃতি সংসদ সমাজ সেবামূলক বিশেষ কর্মসূচি হিসাবে বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে।

এবার রাজধানী ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, হবিগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলার বিভিন্ন উপজেলায় মোট ৭৫টি কেন্দ্রে অর্ধ-লক্ষাধীক পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।

আগামী ১০ ফেব্রুয়ারি বিকাল ৪টায় এর ফলাফল প্রকাশিত হবে। লিয়াকত স্মৃতি সংসদের পরিচালক প্রকৌশলী মুহাম্মদ আরিফ উদ্দিন বলেন, ‘বেসরকারি পর্যায়ে এটি অন্যতম বৃহত্তম এবং ধারাবাহিক বৃত্তি পরীক্ষা।

তিনি বলেন, পরীক্ষা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। আমরা আগামীতে এ বৃত্তি পরীক্ষা দেশের একটি মডেল পরীক্ষা হিসাবে প্রতিষ্ঠা করবো।

“শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি” ১৯,পরীক্ষায় যেসব শিক্ষার্থী অংশ গ্রহণ করেছেন, শিক্ষক শিক্ষিকা অভিভাবক, মিডিয়া ব্যক্তিবৃন্দ আমাদের সহযোগীতা করেছেন, সবাইকে “শহীদ লিয়াকত স্মৃতি সংসদ, হলদিয়া জোনের” পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করতেছি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *