বিএনপি করে দুর্নীতি, আ. লীগ করে উন্নয়ন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষামতায় এসেই বিএনপি করে দুর্নীতি আর আওয়ামী লীগ করে দেশের মানুষের উন্নয়ন। তিনি বলেন, দুর্নীতি করে ভাগ্য গড়তে নয় দেশের মানুষের সার্বিক উন্নয়নে কাজ করতে এসেছি। আমি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য জীবন উৎসর্গ করেছি।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) গোপালগঞ্জের কোটালীপাড়ায় আওয়ামী লীগের জনসভায় তিনি এসব কথা বলেন।

সরকার প্রধান বলেন, আওয়ামী লীগের সঙ্গে বিএনপির কখনোই তুলনা চলে না। তারা এমন রাজনৈতিক দল, যারা নিজেদের গঠনতন্ত্রই মানে না।

শেখ হাসিনা বলেন, করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বে সবকিছুর দাম বৃদ্ধি পেয়েছে। বিশ্ব বাজারে বিদ্যুতের দাম অনেক বৃদ্ধি পেয়েছে, বাংলাদেশে সেভাবে বাড়ানো হয়নি। এসময় তিনি বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান।

তিনি সবাইকে সতর্ক করে বলেন, নিজেদের সন্তান যেন কোনোভাবেই মাদক ও জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত না হয় এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

শেখ হাসিনা বলেন, পদ্মা সেতু নিয়ে অনেক অপবাদ দেয়ার চেষ্টা হয়েছিল। চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। দুর্নীতি করে নিজের ভাগ্য গড়তে আসিনি। জনগণের ভাগ্য গড়তে এসেছি। তাই যখন মিথ্যা অপবাদ দেয়, সেই অপবাদ মেনে নিতে আমি রাজি না। বিশ্বব্যাংক অপবাদ দিতে চেয়েছিল। পদ্মা সেতু হওয়ায় মাত্র আড়াই ঘণ্টায় ঢাকা থেকে কোটালীপাড়া আসা যাচ্ছে। আগে লাগতো ২২ থেকে ২৪ ঘণ্টা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *