২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : হাইওয়ে সুইটস চট্টগ্রামের লালখান বাজার শাখায় তদারকিমূলক অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের বিভাগীয় ও জেলা কার্যালয়। এসময় প্রতিশ্রুত ওজন অপেক্ষা কম ওজনে মিষ্টি ও দই বিক্রয় করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়।
একই এলাকার গাউসিয়া সুইটসকে মেয়াদ উত্তীর্ণ চকোলেট সিরাপ ব্যবহার করায় ১০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করে অধিদপ্তরের কর্মকর্তারা।
আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত নগরীর ইপিজেড, খুলশি ও পাঁচলাইশ থানায় এ তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।
অভিযানে হাইড্রোজ, ঘনচিনি, অননুমোদিত রং, মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্য, বাসি খাবার, ছাপা সংবাদপত্রে রক্ষিত খাদ্যদ্রব্য, কৃত্রিম রং মিশ্রিত করমচা (নকল চেরি) ধ্বংসসহ কম ওজনের বাটখারা জব্দ করা হয়। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় ১০ প্রতিষ্ঠানকে ১ লক্ষ আঠাশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক শাহিদা ফাতেমা চৌধুরীর নেতৃত্বে পৃথক এসব অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার, সহকারী পরিচালক (মেট্রো) বিকাশ চন্দ্র দাস এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান। অভিযানের সার্বিক নিরাপত্তায় এপিবিএন, ৯ এর সদস্যবৃন্দ নিয়োজিত ছিলেন।
চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, চট্টগ্রাম নগরীর সিমেন্ট ক্রসিং বাজারের গাউসিয়া স্টোরকে লেবেল বিহীন রং, হাইড্রোজ, ঘনচিনি বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় ১০ হাজার টাকা জরিমানা করে বর্ণিত দ্রব্যাদি ধ্বংস করা হয়।
এক্রই এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে মুরগি প্রসেস করায় আলী হোসেনের মুরগির দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়। এছাড়া ওজনে কারচুপি করে মাছ বিক্রয় করায় সালউদ্দিনের মাছের দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করে ৫টি কম ওজনের বাটখারা জব্দ করা হয়।
নগরীর বন্দরটিলা এলাকায় পৃথক অপর অভিযানে সংবাদপত্রে খাবার সংরক্ষণের জন্য তাকবীর রেস্তোরাঁকে ৫ হাজার, একই অপরাধে রুবেল হোটেলকে ১০ হাজার টাকা এবং কৃত্রিম রং মিশ্রিত করমচা (নকল চেরি) বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় আল আমিন ফল ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করে প্রায় ৪ কিলোগ্রাম নকল চেরি ধ্বংস করা হয়।
তিনি বলেন, একই দিনের তদারকিমূলক অভিযান পরিচালিত হয় নগরীর ২নং গেইট এলাকায়। এতে নোংরা পানিতে বাসন-কোসন ধৌত করায় মোহনা কুলিং কর্নারকে ৫ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়। এছাড়া নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ, একই ফ্রিজে কাঁচা মাংসের সাথে অন্যান্য খাবার সংরক্ষণ ও তেলাপোকাযুক্ত স্থানে খোলা অবস্থায় খাবার সংরক্ষণের জন্য ফিনলে স্কয়ারের সিক্সটিন ক্যাফেকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।
Leave a Reply