চট্টগ্রামে তেলবাহী ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ৩

চট্টগ্রাম মহানগরের ইপিজেড থানাধীন এয়ারপোর্ট সড়কে মেঘনা অয়েলের সামনে তেলবাহী রেল ইঞ্জিনের সাথে একটি দ্রুতগামী বাসের সংঘর্ষে বাসের ২ যাত্রী ও রেলের এক কর্মীসহ ৩জন নিহত হয়েছে।

আজ রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রেল গেইটম্যানের সিগন্যাল অমান্য করে বাসটি রেলের ইঞ্জিনকে ধাক্কাদিলে উল্টেগিয়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

নিহতরা হলেন বাংলাদেশ রেলওয়ে পয়েন্টসম্যান মোঃ আজিজুল হক(৩০), বাস যাত্রী আসাদুজ্জামান(৩০) ও লিটন কান্তি দে (২৫)।

ইপিজেড থানার ওসি আবদুল করিম জানান, তেলবাহী ট্রেন যাওয়ার সময় যাত্রীবাহী হিউম্যান হলারটি সজোরে আঘাত করে উল্টে যায়।

এসআই আতিক প্রত্যক্ষদর্শীদের বরাতে জানান, ওই স্থানে রেলের এক কর্মী সিগনাল দিলেও তা অমান্য করে হিউম্যান হলারটি এগিয়ে গিয়ে ট্রেনের সঙ্গে সংঘর্ষ ঘটায়।

ওই ক্রসিংয়ে যাত্রীবাহী কোনো ট্রেন চলাচল করে না। শুধু তেলের ওয়াগন নিয়ে মালবাহী ট্রেনই ধীর গতিতে চলে। সেখানে কোনো গেইট নেই, ট্রেন যাওয়ার সময় রেলকর্মীর ইশারায় গাড়ি থামানো হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *