সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডের বার আউলিয়া এলাকার কাজলীপাড় গ্রাম থেকে গলায় ফাঁস দেওয়া মো. মিজান (৩২) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের পিছনে কাজলী পাড়া এলাকায় একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। মৃত মো. মিজান বরগুনা জেলার তালতলী থানার গাবতলী এলাকার হোসেন মৃধার ছেলে। তিনি জাহাজ ভাঙা কারখানায় কাজের সুবাদে বার আউলিয়া এলাকায় ভাড়া বাসায় সস্ত্রীক বসবাস করতেন।
জানা যায়, রাতে মিজানের সাথে স্ত্রীর মোবাইল ডাটা নিয়ে মনোমালিন্য হয়। এর রেশ ধরে স্ত্রী অভিমান করে পাশের বাসায় চলে যায়। ঘন্টা খানেক পর বাসায় ফিরে এসে দেখেন স্বামী তার দিয়ে গলায় ফাঁস লাগিয়ে সিলিং ফ্যানের সাথে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন বলেন, রাতে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যর জেরে স্বামী গলায় ফাঁস দেয়। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি।
Leave a Reply