চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক দক্ষিণ বিভাগে মাসিক ট্রাফিক পর্যালোচনা সভা আজ ১৯ মার্চ রোববার সন্ধ্যায় নগরীর আইস ফ্যাক্টরী রোডস্থ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
ট্রাফিক-দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন.এম নাসির উদ্দিনের সভাপতিত্বে ও টিআই (প্রশাসন) অনিল বিকাশ চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিগতস ডিসেম্বর/২২, জানুয়ারি ও ফেব্রুয়ারি/২৩ মাসের বেস্ট টিআই ও সার্জেন্টগণদের কর্মদক্ষতার ভিত্তিতে বেস্ট এ্যাওয়ার্ড হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
একইসাথে সদ্য যোগদানকৃত টিআই (আন্দরকিল্লা) আব্দুল মুকিতকে ফুলের শুভেচ্ছা ও বদলিকৃত টিআই (বাকলিয়া) মাবিয়ান মিঞাকে ফুলের শুভেচ্ছা সম্মাননা স্মারক প্রদান করেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক- দক্ষিণ)।
ডিসেম্বর মাসে বেস্ট টিআই-সার্জেন্ট হিসাবে পুরস্কৃত হন টিআই (বাকলিয়া) আবদুল মুকিত, সার্জেন্ট সুখেন চন্দ্র দে, সার্জেন্ট মোস্তাফিজুর রহমান, সার্জেন্ট মোঃ নাজমুল হোসেন ও সার্জেন্ট মোজাম্মেল হোসেন।
জানুয়ারি মাসে বেস্ট টিআই-সার্জেন্ট হিসাবে পুরস্কৃত হন টিআই (টাইগারপাস) অপূর্ব কুমার পাল, সার্জেন্ট মোঃ নাজমুল হোসেন, সার্জেন্ট সুমন উদ্দিন, সার্জেন্ট এসএম শরফুদ্দিন আহমেদ ও সার্জেন্ট জাবেদ মিয়া এবং ফেব্রুয়ারি মাসে বেস্ট টিআই-সার্জেন্ট হিসাবে পুরস্কৃত হন টিআই (চকবাজার) মোঃ মনিরুজ্জামান, সার্জেন্ট শাহেদুল হক শাহেদ, সার্জেন্ট মোস্তাফিজুর রহমান, সার্জেন্ট মোঃ নাজমুল হোসেন ও সার্জেন্ট ওয়াসিম আরাফাত।
সভায় বাংলাদেশ পুলিশের মহাপুলিশ পরিদর্শকের (আইজিপি) চট্টগ্রাম আগমন ও আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে যানজট নিরসন ও ট্রাফিক শৃঙ্খলা রক্ষার্থে কর্মপরিকল্পনাসহ ট্রাফিক দক্ষিণ বিভাগে কর্মরত সকল টিআই, সার্জেন্ট, টিএসআইদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন ডিসি (ট্রাফিক-দক্ষিণ) এন.এম নাসিরুদ্দিন।তিনি পবিত্র মাহে রমজানে সকলকে সর্বোচ্চ ধৈর্য্য ও পেশাদারিত্ব বজায় রেখে আন্তরিকতার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের উপর গুরুত্বারোপ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মোঃ রইছ উদ্দিনসহ অন্যান্য টিআই ও পুরস্কারপ্রাপ্ত সার্জেন্টগন।
Leave a Reply