চট্টগ্রামকে স্মার্ট জেলায় রূপান্তরে যে কেউ আইডিয়া শেয়ার করতে পারবে: ডিসি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে স্মার্ট জেলা রূপান্তরের নিমিত্তে ‘স্মার্ট চট্টগ্রাম বিনির্মাণ’ শীর্ষক এক কর্মশালা গতকাল ২০ মার্চ সোমবার বিকাল ৩টায় জেলা প্রশাসক (ডিসি) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে তাঁর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

কর্মশালায় ডিসি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে হলে প্রথমে স্মার্ট জেলা বিনির্মাণ জরুরী। চট্টগ্রামকে স্মার্ট জেলায় রূপান্তরে স্কুল-কলেজ, সরকারী-বেসরকারীসহ সকল পর্যায়ের যে কেউ আইডিয়া শেয়ার করতে পারবে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) রাকিব হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আবুল হাশেম, প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন, ১৪নং লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসানাত মোঃ বেলাল, ২১নং জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন।

চট্টগ্রাম সিটি করপোরেশন, জেলা পুলিশ, চট্টগ্রাম ওয়াসা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড, ব্র্যাক ব্যাংক, ইউসিবিএল ব্যাংক লিমিটেডের প্রতিনিধিসহ ২জন এনজিও প্রতিনিধি কর্মশালায় উপস্থিত ছিলেন। পাশাপাশি চট্টগ্রামের ১৫টি উপজেলার সকল ইউএনও ও এসি ল্যান্ডবৃন্দ অনলাইনে কর্মশালায় যুক্ত ছিলেন।

কর্মশালায় চসিক’র ১৪নং লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসানাত মোঃ বেলাল স্মার্ট ইউটিলিটির অংশ হিসাবে আগামী ৬ মাসের বর্জ্য ব্যবস্থাপনা ও শহরের মধ্যে ঝুলে থাকা ক্যাবল নেটওয়ার্কের স্মার্ট ব্যবস্থাপনা বিষয়ে সুচিন্তিত প্ল্যান প্রেজেন্টেশন আকারে পেশ করেন।

এছাড়া প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিনের গ্রুপ পর্বের আলোচনায় যত্রতত্র ব্যানার, ফেস্টুন ও পোস্টার না লাগানো এবং ফুটপাত মুক্ত করে পথচারীদের চলাচলের সঠিক ব্যবস্থাপনা বিষয়ে প্রস্তাবসহ একজন এনজিও প্রতনিধি বাংলা ভাষায় সকল সাইনবোর্ড একই ডিজাইন করার বিষয়ে প্রস্তাব পেশ করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *