৯দিন পর জামিন পেয়েছেন সীমা গ্রুপের পরিচালক সান্টু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন প্লান্টে বিস্ফোরণে নিজ প্রতিষ্ঠানের নিহত শ্রমিকের স্ত্রীর দায়ের করা মামলায় ৯ দিন পর জামিন পেয়েছেন সীমা গ্রুপের পরিচালক পারভেজ উদ্দিন সান্টু।

বুধবার (২২ মার্চ) চট্টগ্রামের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবালের আদালতে শুনানি শেষে এই আদেশ দেন।

এর আগে গত ১৪ মার্চ সন্ধ্যায় নগরীর জিইসি মোড় থেকে সীমা গ্রুপের পরিচালক পারভেজ উদ্দীন সান্টুকে গ্রেফতার করে শিল্প পুলিশ। পরের দিন তাকে চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম নাজমুন নাহারের আদালতে উপস্থাপন করা হয়।

চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক জাকির হোসাইন মাহমুদ বলেন, আদালতে সীমা অক্সিজেন কারখানায় বিস্ফোরণের মামলায় গ্রেফতার প্রতিষ্ঠানটির পরিচালক পারভেজ উদ্দীন সান্টুর জামিন আবেদন করা হয়েছিল। আদালত উভয় পক্ষের শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেছেন।

উল্লেখ্য,গত ৪ মার্চ বিকালে উপজেলার কদমরসুলপুর এলাকায় সীমা অক্সিজেন প্লান্টে বিস্ফোরণে ৭জন নিহত হন, এছাড়া আহত হন আরো ৩৫ জন। এঘটনায় বিস্ফোরণে নিহত শ্রমিক মো. সালাহউদ্দিনের স্ত্রী রোজিনা বেগম বাদী হয়ে কারখানার মালিক, তিন ভাই সীমা অক্সিজেন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মামুন উদ্দীন এবং দুই পরিচালক আশরাফ উদ্দীন ও পারভেজ উদ্দীনসহ ১৬ জনকে অভিযুক্ত করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *