“মু’মিনের শান মাহে রমাদ্বান”

১. ”রহমত,মাগফিরাত,নাজাত
নিয়ে এলোরে রমজান’’

খোদার বান্দা বান্দিরা
দেখো’ শুরু করল অভিযান..
প্রভু খুলে দিবেন আজ
বেহেস্তের দ্বার,
বন্ধ করবেন সাত দোযখ
হাবিয়া ও নার,
শৃঙ্খলে আবদ্ধ আজি
সেই মালাউন শয়তান। (ঐ)

”রহমত,মাগফিরাত,নাজাত
নিয়ে এলো রে রমজান’’

২.’মাহে রমজান এলো
শুধু ঈমানদারদের তরে,
প্রভু ফরয করলেন ৩০ রোজা
ধার্মিকদের উপরে,
যেমনি রোজা ফরয ছিল
সকল নবীর উম্মতের উপরে,
‘মুত্তাকীরা রোযা রাখো
চলো হওরে আগুয়ান।।
”রহমত,মাগফিরাত,নাজাত
নিয়ে এলো রে রমজান’’

৩.’মাহে রমজান হলো খোদার’
সেরা একটি দান,
রোজা রাখলে এ মাসেতে
প্রভু তোমার বাড়াবে সম্মান,

রোযা স্বয়ং খোদার জন্য
যাহা হাদিসে কুদসীতে প্রমাণ,

পুরুস্কার দিবেন রোযাদারদের’
তিনি প্রবেশ করাবেন তাঁদের
দিয়ে জান্নাতের রাইয়্যান।।

”রহমত,মাগফিরাত,নাজাত
নিয়ে এলো রে রমজান’’

৪.’রমজান হলো খোদা তা’লার
অন্যতম দান,
এই মাসেতে নাযিল করলেন
পবিত্র কুরআন,
কুরআন দিলেন মানবজাতির
হেদায়াতের তরে,
কুরআন সদা হক বাতিলের
প্রভেদ সৃষ্টি করে,

রমযান দিয়ে রোগী সুস্থের
খোদা’করিলেন আহসান।।
”রহমত,মাগফিরাত,নাজাত
নিয়ে এলো রে রমজান’’

৫. এই মাসেতে রোযাদারের
নেয়ামত ইফতার,
খোদা রাসূলের প্রেম সাগরে
তাঁরা কাটেন যে সাঁতার,
ইফতার,সালাত শেষে রোযাদার
পড়েন যে তারাবীহ,
আদেশ করেছেন হাদিসে পাকে
‘রাসূলে (দ.) আরাবী’,
‘রোযাদারের ঘুম হলো
এক প্রকারের ইবাদত,
রাতের বেলায় সাহরী তাঁদের
আল্লাহর নেয়ামত,

‘রোযাদারের মুখের ভিতর
যেনো লাগে যে দুর্গন্ধ,
খোদা তায়ালা বলেন এটা
মিশকের চেয়েও সুগন্ধ,

‘রোযায় এ আমল করবে যারা
পূর্বের গুনাহ মাফ পাবে তাঁরা,
গুনাহ মাফ করিবেন যিনি
তিনি আল্লাহ পাক মহান।।
”রহমত,মাগফিরাত,নাজাত
নিয়ে এলো রে রমজান’’

৬. এ মাসেতে খোদা দিলেন
’লাইলাতুল ক্বদর’,
ফযর অবধি থাকে
এ রাতে’ খোদারি নজর,

এ রজনীতে ইবাদত করবে
যারা পরিপূর্ণ,
তাঁদের প্রতিটি কাজের তরে
খোদারি আজ্ঞাতে এ রাতে হবেন,ফিরিশতা’
জিব্রীল অবতীর্ণ,

‘হাজার মাসের চেয়েও উত্তম
এ ক্বদর রজনী..
ইবাদত করলে সবাই
পরকালে জান্নাতের মাকান।।
”রহমত,মাগফিরাত,নাজাত
নিয়ে এলো রে রমজান’’

৭.’রমজানের-ই শেষ দশকে
করলে ইতিকাফ,
খোদা কবুল করবে তব আশা
গুনাহ করে দিবেন মাফ,

ইতিকাফ যদি না করে ,ভাই
কোনো সম্প্রদায়,
খোদা আযাব দিবেন
সবার উপরে
তিনি নিদ্বিধায়,

একজন ও যদি না থাকে ভাই’
কোনো ইতিকাফকারী,
‘তারাতারি বসাও
টাকা দিয়ে হলেও
একজন ইতিকাফকারী,

তা নাহলে খোদা করিবেন
তোমাদের পাপের বোঝা ভারী,
‘ইতিকাফ যদি করি মোরা
পাবো খোদার কাছে মান,
মদীয় বংশধরদের দিবেন
খোদা’ জান্নাতের বাগান।।
”রহমত,মাগফিরাত,নাজাত
নিয়ে এলো রে রমজান’’

রোযা ক্বদর আর ইতিকাফকারী ইফতার, তারাবীহ আর সাহরী,
এসব পালন করবে যারা
খোদার কাছে পাবে তাঁরা,
এক মহান পুরস্কার,
ইয়াওমুল জাযা’ ঈদুল ফিতর
খোদা’ তাঁদের করেছেন দান,
‘এ মাসে দান করবে যারা
খোদার কাছে প্রিয় হবে তাঁরা,
দান করিবো সবাই মিলে
এই পবিত্র রমজান।।

”রহমত,মাগফিরাত,নাজাত
নিয়ে এলো রে রমজান’’

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *