চট্টগ্রাম নগরীর খুলশীর একটি ডাস্টবিন থেকে পুর্ণবয়ষ্ক মানুষের একটি কাটা হাত উদ্ধার হয়েছে বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (২৮ মার্চ) বেলা ১১টার দিকে থানার ঢেবারপাড় এলাকার কুসুমবাগ আবাসিক এলাকার থেকে হাতটি উদ্ধার করা হয়।
হাতটি কার তা শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
খুলশি থানার ওসি সন্তোষ কুমার চাকমা বলেন, উদ্ধার হওয়া কাটা হাতটিতে জখম ছিল। তাতে কাঠাছেঁড়া ও সেলাইও দেখা গেছে। হাতটিতে পচন ধরে যাওয়ায় এটি আসলে নারী নাকি পুরুষের হাত তা বোঝা যাচ্ছিল না। আর এটি আসলে কোনো হাসপাতালের মেডিকেল বর্জ্য কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
ওসি বলেন, হাসপাতালে এ ধরনের বর্জ্য ইনসিনিটারে (পুড়িয়ে ফেলার) নিয়ম রয়েছে। এভাবে বাইরে ডাস্টবিনে ফেলা শাস্তিযোগ্য অপরাধ। সবগুলো বিষয়ে নিশ্চিত হতে উদ্ধার করা কাটা হাতটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ফরেনসিকে পাঠিয়েছি।
খুলশী থানার এসআই মো. সাহেদ খান বলেন, ডাস্টবিনের পাশে একটি কাটা হাত পরিত্যক্ত অবস্থায় দেখে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে হাতটি উদ্ধার করি। হাতটির আঙ্গুলের ছাপ সংগ্রহ করা যায় কিনা চেষ্টা করে দেখা হবে। সেজন্য পুলিশের সিআইডি টিম আসছেন।
তবে হাতটি কোনো হাসপাতাল থেকে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করছে এই পুলিশ কর্মকর্তা।
Leave a Reply