৩০ মার্চ চবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে আগামী ৩০ মার্চ এবং তা চলবে আগামী ১২ এপ্রিল পর্যন্ত।

আজ মঙ্গলবার (২৮ মার্চ) সকালে চবির একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার ও ভর্তি পরীক্ষা কমিটির সচিব এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার আবেদন করতে পারবেন।

আগামী ৩০ মার্চ দুপুর ১২টা থেকে আগামী ১২ এপ্রিল রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে। এ বছর ইউনিট প্রতি আবেদন ফি ৮’শ ৫০ টাকা। এবছর চবিতে দ্বিতীয় বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকছে। তবে তাদের মোট নম্বর থেকে ৫ নম্বর কেটে নেওয়া হবে। এছাড়া ভর্তি পরীক্ষা শুরুর তারিখ জানা যাবে রোল নির্ধারণের পর।

২৪ঘণ্টা.জেআর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *