Author: robin80

  • করোনায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৫৪৮

    করোনায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৫৪৮

    করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন শনাক্ত হয়েছে ৫৪৮ জন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক বিজ্ঞপ্তি থেকে আজ সোমবার এ তথ্য জানা গেছে।

    বিজ্ঞপ্তি বলছে, নতুন করে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু হয়েছে ২৯ হাজার ২৭১ জনের। এদের মধ্যে দুজন পুরুষ ও তিনজন নারী। এ পর্যন্ত মারা গেছে ১৮ হাজার ৬৮৪ জন পুরুষ, ১০ হাজার ৫৮৭ জন নারী আছেন। দেশে এ পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ ২ হাজার ৩২৩ জন।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে এক হাজার ২৭৭ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৩৭ হাজার ২৪০ জন।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশের ৮৮০টি ল্যাবরেটরিতে ছয় হাজার ১৯৮৭টি নমুনা সংগ্রহ এবং ছয় হাজার ৯৩৯ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার গিয়ে দাঁড়ায় ৭ দশমিক ৮৪ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ।

    উল্লেখ্য, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর দশ দিনের মাথায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

    এন-কে

  • চাপকে জয় করে বিশ্বকাপের জন্য প্রস্তুত ব্রাজিল

    চাপকে জয় করে বিশ্বকাপের জন্য প্রস্তুত ব্রাজিল

    ব্রাজিল দলে গত কয়েক বছরে উঠে এসেছে নতুন নতুন সম্ভাবনাময় খেলোয়াড়। তাঁরা মাতাচ্ছেন বিভিন্ন বড় বড় ক্লাবগুলোতেও। বিশ্বকাপের আগে তরুণ খেলোয়াড়দের পারফরম্যান্স স্বস্তি দিচ্ছে ব্রাজিল কোচ তিতেকে। তাঁর আশা, বিশ্বকাপের মতো জায়গায় কঠিন চাপকে জয় করে পারফরম্যান্স করার জন্য প্রস্তুত ব্রাজিল দল।

    ব্রাজিলের নতুন প্রজন্মের মধ্যে আছেন ভিনিসিউস জুনিয়র ও রদ্রিগো, রাফিনিয়া, রিশার্লিসন, ব্রুনো গুইমারেস, আন্তোনি, মাথেউস কুনইয়ারা। যারা প্রত্যেকেই বিভিন্ন ক্লাবে দারুণ ফুটবল উপহার দিচ্ছেন। এই তরুণদের নিয়েই ব্রাজিলকে ষষ্ঠ শিরোপা উপহার দেওয়ার স্বপ্ন দেখছেন তিতে। তিনি মনে করেন, তরুণরদের আগমন নেইমারদের জন্য ইতিবাচক।

    রয়র্টাসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিতে বলেন, “আমার মনে হয় এই তরুণদের আগমণ মাঠে ও মাঠের বাইরে নেইমারের জন্য ভালো হবে। একদিন নেইমার আমার দিকে চেয়ে বলল, ‘কোচ এই ছেলেগুলো যারা আসছে এদেরকে একসঙ্গে মাঠে নামানোটা সত্যিই কী মধুর মাথাব্যথাই না হবে।”

    কোচের কাছেও তেমনটা মনে হয়, ‘আসলেই আপনার কাছে যদি ভালো খেলোয়াড় থাকে তাহলে দলের দায়িত্ব ভাগ করে নেওয়া যায়। আরও মনোযোগও পাওয়া যায়। এখন দেখতে হবে, প্রতিপক্ষরা তাদের রক্ষণের কোথায় মনোযোগ দেয়।’

    এরপর তিতে বলেন, ‘সবকিছুর আগে হলো পারফরম্যান্স। এটা মৌলিক বিষয় এবং আমরা সেটা নিয়মিতভাবে ভালোই করি। কিন্তু বিশ্বকাপে কঠিনতম একটা দিক হচ্ছে, মানসিক। বিশ্বকাপে মানসিক দিক বা এর চাপ অনেক। অবিশ্বাস্য রকমের চাপ থাকে। যে চাপ আছে, ছেলেরা তা জয়ের জন্য আরও ভালোভাবে প্রস্তুত।

    এন-কে

  • বাসের ধাক্কায় বাইসাইকেল থেকে ছিটকে ব্যবসায়ী নিহত

    বাসের ধাক্কায় বাইসাইকেল থেকে ছিটকে ব্যবসায়ী নিহত

    ঝিনাইদহ শহরে বাসের ধাক্কায় বাইসাইকেল থেকে ছিটকে পড়ে জহির বিশ্বাস (৬০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (২৫ জুলাই) সকালে উপজেলার চাকলাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত জহির বিশ্বাস হরিণাকুণ্ডু উপজেলা শাখারীদহ গ্রামের মৃত দানেশ বিশ্বাসের ছেলে।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে খুচরা মাছ ব্যবসায়ী জহির বিশ্বাস বাইসাইকেলে ঝিনাইদহ শহরে যাচ্ছিলেন। পথে চাকলাপাড়া তসলিম ক্লিনিকে সামনে শহর থেকে পুরাতন হাটখোলাগামী তমা ডিলাক্স নামের একটি বাস তাকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পর দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হলেও এর চালক পলাতক রয়েছেন।

    এন-কে

  • বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার মৃত্যু

    বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার মৃত্যু

    বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবেক সচিব ব্যারিস্টার হায়দার আলী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

    রোববার (২৪ জুলাই) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হায়দার আলীর মৃত্যু হয়।

    তার ছেলে ব্যারিস্টার মো. জিসান হায়দার গণমাধ্যমকে বলেন, ‘বাবা দীর্ঘদিন লিভারের জটিলতায় ভুগছিলেন। তার মরদেহ আমরা গ্রামের বাড়ি নিয়ে যাচ্ছি।’

    হায়দার আলীর জন্ম শেরপুরের নকলা উপজেলার নারায়ণখোলায়। সেখানে ভোটকান্দি ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরাস্থানে তাকে দাফন করা হবে।

    হায়দার আলী তার কর্মজীবনে তথ্য, বস্ত্র ও পাট, মহিলা ও শিশু মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তার আগে ঢাকা ও মুন্সীগঞ্জের ডিসি ছিলেন তিনি।

    সরকারি চাকরি থেকে ২০০৮ সালে অবসরে যাওয়ার পর বিএনপির রাজনীতিতে সক্রিয় হন হায়দার আলী। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি।

    এন-কে

  • রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়ে যা বললেন মুর্মু

    রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়ে যা বললেন মুর্মু

    রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়ে জাতির উদ্দেশে দেয়া ভাষণে দ্রৌপদী মুর্মু মুর্মু বলেন, ‘ভারতের দরিদ্ররা যে স্বপ্ন দেখতে পারে এবং তা সত্যি করতে পারে, এর বড় প্রমাণ আমার নির্বাচন।’ তিনি বলেন, ‘প্রাথমিক শিক্ষা অর্জনই আমার কাছে স্বপ্ন ছিল।’

    ভারতের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন দ্রৌপদী মুর্মু। সোমবার (২৫ জুলাই) সকাল সোয়া ১০টায় ভারতীয় পার্লামেন্টের সেন্ট্রাল হলে শুরু হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। দ্রৌপদী মুর্মুকে শপথবাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রমানা। শপথ গ্রহণের পর নতুন রাষ্ট্রপতিকে গান স্যালুট দেয়া হয়। এরপর সেন্ট্রাল হলে ভাষণ দেন দ্রৌপদী মুর্মু।

    প্রথমবারের মতো দেশটির আদিবাসী সম্প্রদায় থেকে নির্বাচিত এ প্রেসিডেন্ট তরুণদের উদ্দেশে বলেন, ‘শুধু নিজেদের ভবিষ্যতের দিকে মনোনিবেশ করবেন না; দেশের ভবিষ্যতের ভিত্তিও তৈরি করুন। রাষ্ট্রপতি হিসেবে আপনাদের প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে।’

    এ সময় প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে মনোনিবেশ করার কথাও জানান তিনি।

    সবশেষে দ্রৌপদী মুর্মু বলেন, ‘ভারত প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের নতুন পর্ব যোগ করছে। করোনা মহামারির বিরুদ্ধে লড়াই বিশ্বব্যাপী ভারতের প্রভাব বাড়িয়েছে।’

    এর আগে বৃহস্পতিবার (২১ জুলাই) পার্লামেন্টের ভোটে বিরোধী দলীয় প্রার্থী যশবন্ত সিনহাকে পরাজিত করে বিশ্বের সবচেয়ে বৃহৎ গণতান্ত্রিক দেশটির প্রথম কোনো আদিবাসী ও দ্বিতীয় নারী প্রেসিডেন্ট নির্বাচিত হন দ্রৌপদী মুর্মু।

    এন-কে

  • জিম্বাবুয়ে সিরিজেই দলের সঙ্গে যুক্ত হচ্ছে হেরাথ

    জিম্বাবুয়ে সিরিজেই দলের সঙ্গে যুক্ত হচ্ছে হেরাথ

    পারিবারিক কারণে ক্যারিবীয় সফর থেকে ছুটি নিয়েছিলেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। তবে জিম্বাবুয়ে সফরেই টাইগার শিবিরে যোগ দিচ্ছেন এই লঙ্কান কিংবদন্তি। জিম্বাবুয়ের উদ্দেশে বাংলাদেশ দল দেশ ছাড়বে দুই ভাগে।

    সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ৩০ জুলাই মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। সে লক্ষ্যে ২৬ জুলাই রাতে রওনা দেবে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন টি-টোয়েন্টি দল। পরদিন ২৭ জুলাই রওনা দেবে শুধু ওয়ানডে দলে থাকা ক্রিকেটাররা। প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ৫ আগস্ট।

    ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে বিদেশি কোচরা ছুটিতে যান নিজ নিজ দেশে। সেখান থেকেই জিম্বাবুয়েতে দলের সঙ্গে যোগ দেবেন হেরাথ।
    এদিকে বাকি কোচরাও ছুটি কাটাচ্ছেন নিজ নিজ দেশে। দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো ও পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড বর্তমানে আছেন দক্ষিণ আফ্রিকায়। আর ব্যাটিং কোচ জেমি সিডন্স আছেন অস্ট্রেলিয়ায়।

    এদিকে চমক রেখে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দেয়ার পাশাপাশি টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পারভেজ হোসেন ইমন।

    টি-টোয়েন্টি স্কোয়াড

    মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক বিজয়, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান (অধিনায়ক), শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন ও মেহেদী হাসান মিরাজ।

    ওয়ানডে স্কোয়াড

    তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাসুম আহমেদ ও এনামুল হক বিজয়।

    এন-কে

  • চবিতে দুই ছাত্রীকে হেনস্তার ঘটনায় ৪ শিক্ষার্থী বহিষ্কার

    চবিতে দুই ছাত্রীকে হেনস্তার ঘটনায় ৪ শিক্ষার্থী বহিষ্কার

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দুই ছাত্রীকে হেনস্তার ঘটনায় চার শিক্ষার্থীকে ১ বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া যৌন নিপীড়ন সেলে থাকা আরো দুই অভিযোগের সুরাহা করা হয়েছে।

    আজ ২৫ জুলাই, সোমবার চলমান বিষয়গুলো নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চবি রেজিস্ট্রার ভারপ্রাপ্ত এস এম মনিরুল হাসান এসব কথা জানান।

    বহিষ্কৃতরা শিক্ষার্থীরা হলেন, আরবি বিভাগের জুনায়েদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের রুবেল, দর্শন বিভগের ইমন ও একই বিভাগের রাজু। এরা চারজনই চবির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

    চবি রেজিস্ট্রার ভারপ্রাপ্ত এস এম মনিরুল হাসান বলেন, যৌন নিপীড়ন সেলে থাকা ৩টি অভিযোগের সুরাহা করা হয়েছে। এরমধ্যে বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিদ্যা বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ও রসায়ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীর অভিযোগে অভিযুক্তদের সতর্ক করা হয়েছে। এছাড়া যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দুই ছাত্রীকে হেনস্তার ঘটনায় অভিযুক্ত ৪ শিক্ষার্থীকে ১ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

    গত বছরের ১৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনের রাস্তায় বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় ও চতুর্থ বর্ষের দুই ছাত্রীকে হেনস্তার ঘটনা ঘটে।

    এন-কে

  • বায়েজিদে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

    বায়েজিদে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

    চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় গলায় ফাঁস দিয়ে সৈয়দ উম্মে হেকমা (২৪) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

    রবিবার (২৪ জুলাই) রাত সাড়ে ৮টায় রৌউফাবাদ এলাকার পাহাড়িকা আবাসিকে এ দুর্ঘটনা ঘটে। সৈয়দ উম্মে হেকমা পাহাড়িকা আবাসিক এলাকার রিফাতুল ইসলামের স্ত্রী।

    পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নগরীর বায়েজিদ এলাকায় আত্মহত্যার চেষ্টা করা এক গৃহবধূকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

    এন-কে

  • মাছ-মাংস না খেয়েও যেভাবে প্রোটিন পাবেন খাবারে!

    মাছ-মাংস না খেয়েও যেভাবে প্রোটিন পাবেন খাবারে!

    আজকাল অনেকেই চাষের মাছ খেতে অনীহা প্রকাশ করেন। মাছে যেভাবে রাসায়নিক পদার্থ ফরমালিন ব্যবহার হচ্ছে তা খাওয়াও শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। অন্যদিকে ফার্মের মুরগির মাংস স্বাস্থ্যঝুঁকির কারণে অনেকেই খান না। খাসি বা গরুর মাংস বেশি চর্বিযুক্ত হওয়ায় অনেকেই এসব মাংস এড়িয়ে চলেন। এমন পরিস্থিতিতে মাছ, মাংস না খেয়ে কীভাবে প্রয়োজনীয় প্রোটিন পাবেন তাই নিয়ে বিস্তারিত থাকছে আজকের আয়োজনে।

    শরীরকে সুস্থ রাখতে তাই ডায়েটে আনতে পারেন নতুন বৈচিত্র্য। আজ আপনাদের এমন কিছু খাবারের কথা বলব যেগুলো থেকে আপনি মাছ, মাংসের মতোই সমান প্রোটিন পেতে পারবেন।

    প্রতিদিনের ডায়েটে রাখতে পারেন পালংশাক, ব্রোকলি, অঙ্কুরিত ছোলা, মাশরুম, মটরশুঁটি, কাঁঠালের বিচি, ভুট্টা, বিভিন্ন ধরনের বীজজাতীয় খাবার। এ ছাড়া খাবারে প্রাধান্য দিতে পারেন ডাল, সয়া প্রোটিন, দই, ডিম, দুধ, ছানা, পনির, মাখন, লাচ্ছির মতো খাবারগুলোকে। এসব খাবারই উচ্চমাত্রার প্রোটিনসমৃদ্ধ খাবার।

    খাবার রান্নায় ভেজিটেবল ওয়েলকে প্রাধান্য দিতে পারেন। ঠাণ্ডা আবহাওয়ায় রান্নায় ব্যবহার করতে পারেন ঘিকে। নিয়মিত বাদাম, ড্রাই ফুড, মিষ্টি কুমড়ার বিচি, ওটস, খেজুর, বিভিন্ন ধরনের ফল খেলেও আপনি এ থেকে প্রয়োজনীয় প্রোটিন পেয়ে যাবেন।

    পুষ্টিবিদদের মতে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতি কেজি ওজনের বিপরীতে দৈনিক কমপক্ষে ১ গ্রাম প্রোটিন গ্রহণের প্রয়োজন হয়। তাই স্বাস্থ্য সুরক্ষায় মাছ, মাংস না খেতে চাইলে প্রতিদিনের খাবারে এসবকে সঙ্গী করতে পারেন। আর ফিট থাকুন অন্যদের থেকে একটু বেশিই।

    এন-কে

  • স্বপ্নে নিজেকে জ্বলন্ত কবরে দেখার পর শোবিজ ছাড়েন সানা

    স্বপ্নে নিজেকে জ্বলন্ত কবরে দেখার পর শোবিজ ছাড়েন সানা

    ১৫ বছরের সুদীর্ঘ ক্যারিয়ারের ইতি টেনে বলিউড অভিনেত্রী সানা খান জানিয়েছিলেন, অসহায়ের পাশে দাঁড়িয়ে ইসলামের পথে চলতে চান। এই ঘোষণার মাস না গড়াতেই গেল বছরের ২০২০ সালের ২১ নভেম্বর বিয়ের পিঁড়িতে বসেন সাবেক এই বলিউড অভিনেত্রী। পাত্র ভারতের গুজরাটের সুরাটের বাসিন্দা মুফতি আনাস সায়েদ। তারপর জীবন বদলে গেছে সানার।

    কেন নাম-যশ-অর্থ আর চাকচিক্যময় শোবিজ ছেড়ে হিজাব পরার সিদ্ধান্ত নিয়েছিলেন সানা খান? সে বিষয়ে মুখ খুলেছেন সাবেক এ অভিনেত্রী।

    টাইমস অব ইন্ডিয়ার খবর, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নতুন সাক্ষাৎকারের একটি ভিডিও শেয়ার করেছেন সানা খান। সেখানে এ বিষয়ে কথা বলেন তিনি।

    ভিডিওতে সানা বলেছেন, নাম-যশ-অর্থ সব ছিল তাঁর। যা চেয়েছেন, সব কিছু করতে পেরেছেন। এত কিছু থাকার পরেও সব কিছুতে একটি জিনিসের অনুপস্থিতি বোধ করছিলেন। সেটা হলো শান্তি। কোনও কিছুতেই যেন সানার হৃদয়ে শান্তি মিলছিল না।

    ‘মুত্তাবিফি হুজ্জাজ’ দক্ষিণ এশিয়ার সঙ্গে সাক্ষাৎকারে সানা বলেন, ‘আমি স্বপ্নে নিজেকে জ্বলন্ত কবরে জ্বলতে দেখতাম। এই স্বপ্ন আমার কাছে মনে হয়েছিল কোনও বিশেষ বার্তা।’ এরপর তিনি শোবিজ ছেড়ে দেন। ইসলামের পথে পা বাড়ান। সময়টা ২০১৯ সালের রমজান।

    ক্যারিয়ারে হিন্দি, মালয়ালাম, তামিল, কন্নড় ও তেলেগু ভাষার সিনেমায় দেখা গেছে সানা খানকে। এ ছাড়া বিজ্ঞাপন ও রিয়েলিটি শোতে দেখা যায় তাঁকে। পাঁচ ভাষার সিনেমায় অভিনয় করেছেন সানা। ২০১২ সালে জনপ্রিয় ও বিতর্কিত টিভি রিয়েলিটি শো বিগ বসের প্রতিযোগী ছিলেন সানা এবং চূড়ান্ত পর্বে উঠেছিলেন।

    ২০০৫ সালে ‘ইয়ে হ্যায় হাই সোসাইটি’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় সানা খানের। এর পর বলিউডে ‘হাল্লা বোল’, ‘জয় হো’, ‘ওয়াজা তুম হো’ ও ‘টয়লেট : এক প্রেম কথা’র মতো সিনেমা করেন। রিয়েলিটি শো বিগ বসের পাশাপাশি ‘ফেয়ার ফ্যাক্টর : খাতরোঁ কে খিলাড়ি’র ষষ্ঠ মৌসুমে অংশ নিয়েছিলেন।

    ২০২০ সালের অক্টোবরে সবাইকে চমকে দিয়ে বলিউডকে বিদায় জানিয়েছিলেন সানা খান। এরপর নতুন জীবন শুরু হয় তাঁর। সেই জীবন যে সুন্দর যাচ্ছে, তা তাঁর ইনস্টাগ্রামে ঢুঁ মারলেই টের পাবেন।

    এন-কে

  • দর্শক প্রত্যাখ্যান করল রণবীরের সিনেমা, ৩ দিনে মাত্র ৩২ কোটি!

    দর্শক প্রত্যাখ্যান করল রণবীরের সিনেমা, ৩ দিনে মাত্র ৩২ কোটি!

    ব্যক্তিজীবনে বেশ ফুরফুরে সময় যাচ্ছে বলিউড তারকা রণবীর কাপুরের। কারণ, বাবা হতে চলেছেন তিনি। কিন্তু চলচ্চিত্র অঙ্গনে তাঁর পারফরম্যান্স হতাশ করেছে দর্শককে। তাঁর সদ্য মুক্তি পাওয়া সিনেমা ফ্লপ হওয়ার পথে।

    বলিউডভিত্তিক প্রভাবশালী পোর্টাল বলিউড হাঙ্গামার খবর, ২২ জুলাই মুক্তি পেয়েছে রণবীর কাপুর, বাণী কাপুর ও সঞ্জয় দত্ত অভিনীত সিনেমা ‘শমসেরা’। এ সিনেমা দিয়ে চার বছর পর বড় পর্দায় ফিরেছেন রণবীর কাপুর। কিন্তু দর্শকের সাড়া পেলেন না।

    মুক্তির দিন ২২ জুলাই ভারতের বক্স অফিসে ‘শমসেরা’ সংগ্রহ করে ১০.২৫ কোটি রুপি, যা একেবারেই কম বলা যায়। শনিবার সংগ্রহ করে ১০.৫০ কোটি রুপি। দুদিনে সংগ্রহ দাঁড়ায় ২০.৭৫ কোটি রুপি।

    সাপ্তাহিক ছুটির দিনে গতকাল রোববার বেশি সংগ্রহের আশা ছিল। কিন্তু দর্শক এ সিনেমা প্রত্যাখ্যান করেছে। বাণিজ্য পূর্বাভাস, রোববার এ সিনেমার সংগ্রহ ১০.৭৫ থেকে ১১.২৫ কোটি রুপির মধ্যে। সব মিলিয়ে ওপেনিং উইকেন্ডে এ সিনেমার সংগ্রহ প্রায় ৩২ কোটি রুপি।

    পোর্টালটি বলছে, রোববার এত কম সংগ্রহের মানে দাঁড়ায় দর্শক সিনেমাটিকে প্রত্যাখ্যান করেছে। যেহেতু হলে মুক্তিতে লোকসান হচ্ছে, ক্ষতি পোষাতে ডিজিটাল ও স্যাটেলাইট স্বত্বের ওপর নির্ভর করতে হবে।

    পোর্টালটি বলছে, একেবারেই অল্প সংগ্রহ দিয়ে শুরু হয়েছে সিনেমাটির যাত্রা। আর এ সংগ্রহ সিনেমাটির ভবিষ্যতে প্রশ্নবোধক চিহ্ন রেখে গেছে। যশরাজ ফিল্মসের সর্বশেষ সিনেমা ‘সম্রাট পৃথ্বীরাজ’-এর মতো ফ্লপ হতে চলেছে এ সিনেমা।

    চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক টুইট বার্তায় এ সিনেমাকে ‘এপিক ডিজাপয়েন্টমেন্ট’ আখ্যা দিয়েছেন। করণ মালহোত্রা পরিচালিত এ সিনেমায় রণবীর কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন বাণী কাপুর।

    এন-কে

  • ডি কককে সেঞ্চুরির স্বাদ দিল না বৃষ্টি

    ডি কককে সেঞ্চুরির স্বাদ দিল না বৃষ্টি

    হেডিংলিতে ঝোড়ো ব্যাটিংয়ে সেঞ্চুরির কাছাকাছি চলে গিয়েছিলেন কুইন্টন ডি কক। কিন্তু কাছে গিয়েও তিন অঙ্কের ঘর ছোঁয়া হলো না তাঁর। প্রোটিয়া তারকাকে সেঞ্চুরি করতে দিল না বৃষ্টি। উল্টো পরিত্যক্ত হয়ে গেল ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে।

    দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের শেষ ওয়ানডেতে খেলা হয়েছে মাত্র ২৭.৪ ওভার। দুই দফা ভারী বৃষ্টি হওয়ার কারণে পরে আর মাঠেই খেলা গড়ানো সম্ভব হয়নি। লম্বা সময় অপেক্ষার পর বাংলাদেশ সময় রাতের দিকে ম্যাচটি পরিত্যক্ত হয়।

    ফলে তিন ম্যাচের সিরিজ শেষ হলো ১-১ সমতায়। ব্রিস্টলে দুই দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী বুধবার।

    বৃষ্টির আগে ২ উইকেট হারিয়ে করে ১৫৯ রান করে দক্ষিণ আফ্রিকা। তাতে ৭৬ বলে ১৩ চারে ৯২ রানে অপরাজিত থাকেন ডি কক। ২৪ রানে অপরাজিত ছিলেন এইডেন মারক্রাম।

    দক্ষিণ আফ্রিকা: ২৭.৪ ওভারে ১৫৯/২ (মালান ১১, ডি কক ৯২*, ফন ডাসেন ২৬, মারক্রাম ২৪*; টপলি ৫-০-৩৪-০, উইলি ৪-১-১৯-১, মইন ৭.৪-০-৪২-০, কারান ৪-০-১৭-০, রশিদ ৬-০-৩৬-১, লিভিংস্টোন ১-০-৯-০)।

    ফল: ম্যাচ পরিত্যক্ত।

    সিরিজ: তিন ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ।

    ম্যান অব দ্য সিরিজ: রাসি ফন ডার ডাসেন।

    এন-কে